Sahityer Shera Somoy: সাহিত্যের সেরা সময় সিরিজে ‘বউচুরি’

আকাশ আট চ্যানেলে সাহিত্যের সেরা সময় সিরিজে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে আসছে ‘বউচুরি’।পরিচালনায় বিজয় জানা। চিত্রনাট্যে মৌমিতা করগুপ্ত। সংলাপ লিখেছেন শাঁওলি। কাহিনির কেন্দ্রে জমিদার বিধূভূষণের ছোট ছেলে অনাথ।

জমিদার বিধূভূষণের বাড়িতে খবর এসেছে তাঁর ছোট ছেলে অনাথ কলকাতায় পড়তে গিয়ে ব্রাহ্মদের খপ্পরে পড়েছে। বুনো ছেলেকে বশ করতে বাড়ির লোক তাকে মিথ্যে অছিলায় ডেকে এনে বিয়ে দেয় পিতৃবন্ধুর ভাইজি মন্দাকিনীর সঙ্গে।

এদিকে অনাথের বিশ্বাস সে ভালোবাসে ব্রাহ্ম ঘরের মেয়ে ইন্দুবালাকে। মন্দাকিনীর সঙ্গে বিয়ে হলেও ইন্দুবালার দাদা হেমন্তের প্ররোচনায় তরুণ অনাথ বিশ্বাস করে নেয় ভালোবাসা রহিত এই বিবাহের একটাই অর্থ, মন্দাকিনী তার ভগিনী। আর এই ‘বিশেষ ভগিনীটিকে’ একবার কলকাতায় নিয়ে গিয়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত করে অন্য পাত্রস্থ করতে পারলেই তার জীবন ইন্দুময়।

বাড়ির লোককে রাজি করতে না পেরে শেষে অনাথ নিজের ঘরেই চুরি করে। বউচুরি। কিন্তু চোরাই বউ নিয়ে শহরে গিয়ে পড়ার পরে এই দুটি তরুণ জীবন কী আর একই খাতে বইবে! অনাথের ভালোবাসার মোহ নাকি বিবাহ প্রতিষ্ঠানের উপরে মন্দার সরল বিশ্বাস, শেষ পর্যন্ত জিতবে সেটাই কাহিনির আকর্ষণ।

অনাথের ভূমিকায় অভিনয় করেছন রিয়াজ লস্কর, মন্দাকিনী অয়ন্যা চট্টোপাধ্যায়, বিধু রাজর্ষি মুখোপাধ্যায়, মধু বহ্নি চক্রবর্তী, নগেন্দ্রবালা তানিশকা তিওয়ারি, হরিমতি - দীপঞ্জালি মুখোপাধ্যায়, আলোক কেশব ভট্টাচার্য, বাসন্তী সংগীতা ঘোষ, হেমন্ত আয়ুষ মজুমদার, শৈল পার্বনি বর্মন।

আসছে ভিন্ন স্বাদের আরও একটি কাহিনি ‘মধুর হাওয়া’। কাহিনিকার প্রচেত গুপ্ত। কাহিনী বিন্যাসে রাকেশ ঘোষ। সংলাপ লিখেছেন অভিনন্দন দত্ত।

৫ অগস্ট থেকে সোম-শনি সন্ধে ৭টায় আকাশ আটে দেখা যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...