শীত এখন বেশ খানিকটা কমে গেছে, তা আমরা সকলেই বুঝতে পারছি। তবে ভোর ও রাতের বেলার তাপমাত্রার পারদ একটু ওপরের দিকেই থাকছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এই ক'দিন কলকাতায় দিনের বেলায় তাপমাত্রা বেড়ে গেলেও রাতে খুব বেশি হেরফের হবেনা।
কাজেই গরমকাল এসে গেছে বলা যাবেনা। বাতাসে রয়েছে বসন্তের আগমনের বার্তা। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের থেকে এক ডিগ্রি বেড়েছিল। শনিবার আরও দুই ডিগ্রি বেড়ে গেল। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা কালকেই বেড়ে দাঁড়িয়েছে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৬ শতাংশ। শুক্রবার শহরের তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কযেকদিনে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমেও। তবে বুধবার আবার বৃষ্টি কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই ধীরে ধীরে শীত রাজ্য থেকে বিদায় নিচ্ছে। এই ঝঞ্ঝার ফলেই উত্তুরে হওয়ার গতিপথে সমস্যা হচ্ছে। এর ফলে ধীরে ধীরে ঠান্ডা কমে যাচ্ছে। তবে এই মরসুমে অন্যান্য মরশুমের তুলনায় শীত দীর্ঘস্থায়ী হয়েছে। এখনও তাপমাত্রা দিনের বেলায় বাড়লেও হালকা শীত কিন্তু রয়েছে।