লাল কেল্লায় বোস মিউজিয়াম

ভারতমাতার বীরপুত্র নেতাজির ১২২তম জন্মদিন উপলক্ষ্যে ২৩ জানুয়ারি লাল কেল্লায় 'বোস মিউজিয়াম' উদ্বোধন করলেন রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি একইসাথে ইয়াদ-এ-জালিয়ান এবং দৃশ্যালয় নামক দুটি জাদুঘরের উদ্বোধনও করেন। জাদুঘরগুলিতে মূলত নেতাজি সুভাষচন্দ্র বোস এবং দেশের জাতীয় সৈনিক সম্পর্কিত নানা শিল্পকলা তুলে ধরা হচ্ছে। বিভিন্ন সময়ের নানা মেডেল, ব্যাজ, পোশাকনানা সামগ্রী রাখা আছে এই জাদুঘরে। জালিয়ানওয়ালা বাগের ঘটনার স্মৃতি আজও টাটকা করে রেখেছে এই জাদুঘরপ্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সৈনিকদের ত্যাগ, বীরত্ব এবং সাহসিকতার কাহিনী বর্ণিত রয়েছে এখানে। এর সাথে দৃশ্যালয় জাদুঘরে রয়েছে নানা ভারতীয় আর্ট। জানা গেছে, নেতাজি এবং জাতীয় সৈনিকদের নিয়ে একটি তথ্যচিত্র সেখানে প্রদর্শিত হবে যেটিতে বলিউডের অভিনেতা অভিষেক বচ্চনের কণ্ঠ ব্যবহৃত হয়েছে। উদ্বোধনের সময়েই বেশ খানিকটা সময় সেখানে কাটান দেশের প্রধানমন্ত্রী। তার আগেই তিনি নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে টুইট করেন। সেখানে তিনি লেখেন, এই বীর যোদ্ধার জন্মদিনের তিনি শ্রদ্ধা জানালেন। তিনি আরও জানান, দেশবাসীকে ব্রিটিশ সরকারের শাসন থেকে রক্ষা করার জন্য নেতাজি যা করেছিলেন, আমাদের উচিত সেইসব কথা মাথায় রেখে একটি শক্তিশালী ভারত গড়ে তোলা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...