বড় তালডাঙ্গার বড় পুজো

সালটা ১৭৬২, তৎকালিন নবাব আলিবর্দী খাঁ-র রাজত্বকালে প্রভাবশালী রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে ১২ লক্ষ টাকা খাজনা দাবি করেণ। রাজা সেই খাজনা দিতে না পারলে নবাব রাজাকে কারাবন্দি করার ফলে কৃষ্ণচন্দ্র দুর্গা পুজো করতে পারেণ না। বিজয়া দশমীর দিন রাজ্যে ফেরার পথে রাজা এক সিংহবাহনা এক দেবীর স্বপ্নাদেশ পান। যেখানে তাঁকে নির্দেশ দেওয়া হয় কার্তিক মাসে শুক্লা নবমীর তিথিতে জগদ্ধাত্রী পুজো করার জন্য।

সেই থেকে শুরু, বর্তমানে চন্দননগর, মানকুন্ডু ভদ্রেশ্বর জুড়ে বেশ জাঁকজমক ভাবেই এই পুজো করা হয়। আর সেই পুজোর সাক্ষি থাকতে চন্দনগর পৌঁছে গিয়েছিল জিয়ো বাংলা। আর জিয়ো বাংলার সাথে ছিল বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা সমিতির সদস্যারা। ১৯৭১ সালে শুরু হয় তাদের পুজোর পথচলা, এইবছর ৫০তম অর্থাৎ সুবর্ণ জয়ন্তি বর্ষে পদার্পন করল তাদের পুজো। আর সেই উপলক্ষে দর্শনার্থীদের জন্য আলাদা চমক যে থাকবেই তা বলাই যায়। হাওড়া থেকে বর্ধমান বা কাটোয়া বা ব্যান্ডেল গামী যেকোনও মেন লাইনের ট্রেন ধরে নামতে হবে চুঁচুড়া, সেখান থেকে টোটো ধরে তালডাঙ্গা মোড় সংলগ্ন মাসুকা পাম্পের নিকট অবস্থিত এই পুজো মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...