বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ক্ষমতা দখল করল ব্রিটেনে। লেবার পার্টিকে তারা পরাস্ত করেছে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি হাউস অফ কমন্সের ৬৫০ আসনের মধ্যে ৩২৬টিই জিতে নিয়েছে। তারা এগিয়ে রয়েছে ৪৩ আসনে।
৪০টি আসন ঘোষণা হওয়ার আগেই ম্যাজিক ফিগার ৩২৬-এ পৌঁছে যায় কনজারভেটিভ পার্টি। পাঁচ বছরে তৃতীয়বার নির্বাচনে ঐতিহাসিক এই জয়ের পর বরিস জনসন জানিয়েছেন, ব্রেক্সিটকে ফলপ্রসূ করতে ও সামনের মাসে ব্রিটেনকে ইইউ থেকে বের করে আনার কারণেই এই শক্তিশালী জনাদেশ পাওয়া গেছে। এই জয়ের ফলে ১৯৮০ সালে মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের নির্বাচনে সবচেয়ে সফল কনজারভেটিভ নেতা হলেন বরিস জনসন।
এদিকে লেবার পার্টিকে শোচনীয়ভাবে পরাজয় স্বীকার করতে হয়েছে। তারা আনুমানিক ২০০ আসন দখল করতে পেরেছে। কয়েক দশকে এটাই তাদের সবচেয়ে খারাপ ফলাফল। লেবার পার্টির নেতা জেরেমি করবিন পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। তবে পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ছায়া হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই ব্রেক্সিট কার্যকরী করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
Thank you to everyone across our great country who voted, who volunteered, who stood as candidates. We live in the greatest democracy in the world. pic.twitter.com/1MuEMXqWHq
— Boris Johnson (@BorisJohnson) December 12, 2019