শিক্ষাকে অবহেলা করে অভিনয় করায় ঘোর আপত্তি তার| ওয়েলস-এর মত ছোট্ট শহরে নাটকের পাঠ নেওয়া বনিতা সান্ধু আর পাঁচটা সাধারন মেয়ের মত সেখানেই থেমে থাকতে চায়নি| তাই বোধহয় সুযোগ-ও তার দুয়ারে কড়া নেড়েছে|
ভনিতা সরিয়ে রেখে এবারে বলেই ফেলি| পরিচালক সুজিত সরকারের পরবর্তী ছবি ‘অক্টোবর’-এর নায়িকা বনিতা| তবে তার পাশাপাশি ইংরাজি সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশনে পড়াশুনাও চলছে| একটি ছোট শহরে নাটকে অভিনয় থেকে বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড এর হাই প্রোফাইল ছবি তে অভিনয় রূপকথার মত শোনায়| বনিতা লন্ডন-এর কিংস কলেজ থেকে ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশুনা করছে| এবং খুব সুন্দর ভাবে অভিনয় ও পড়াশুনাকে ব্যালেন্স করে চলছে| এই ছবিতে বনিতার বিপরীতে রয়েছে যুব সমাজের হার্ট থ্রব বরুন ধাওয়ান|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে সম্প্রচারিত ভোডাফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় থেকেই বনিতা বড় ব্রেক পায়| তারপর সুজিত সরকারের সঙ্গে একটি চুইংগাম কোম্পানির বিজ্ঞাপনে কাজ করায় সেখানেই সুজিত সরকারের নজরে পড়ে| ছবিটিতে বনিতা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে| এখানে একটি হোটেল ম্যানেজমেন্ট প্লেসমেন্ট-এর একদল উচ্ছ্বল ছাত্র-ছাত্রীদের নিয়ে গল্প বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে| বলিউডে অভিনয় নিয়ে সান্ধু একটু বিপাকে পড়েছে ভাষা নিয়ে| শুধুমাত্র পাঞ্জাবি ছাড়া আর কোনো ভারতীয় ভাষা তার জানা নেই| তবে নতুন করে হিন্দি শিখছে| এই ছবি করতে গিয়ে বনিতাকে ভীষনভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হচ্ছে| কখনও ১০ ঘন্টা প্লেন এ জার্নি করার সময় মন দিয়ে বই পড়ছে আবার প্লেন থেকে নেমে ইন্টারভিউ দিতে ছুটতে হচ্ছে| আবার কখনও শুটিং থেকে ফিরে বই নিয়ে বসতে হচ্ছে|
এগিয়ে চল বনিতা| আমরা চাই তোমার প্রথম ছবি দর্শকদের মন জয় করে নিক এবং তোমার গ্র্যাজুয়েশনের রেজাল্টও খুব ভালো হোক| উল্লেখ্য, ‘অক্টোবর’ ১৩ এপ্রিল রিলিজ করছে|