দ্বিতীয় স্ত্রীর সন্তানরা পৈতৃক সম্পতির ভাগিদার হতে পারবে না
বলে সাফ জানিয়ে দিল বোম্বে হাই কোর্ট। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে এই ঘোষণা করে আদালত। ঘোষণায় তারা সাফ জানিয়ে দিয়েছেন যে পৈতৃক সম্পতির ভাগিদার একমাত্র প্রথম স্ত্রীর সন্তানদের প্রাপ্য, কিন্তু দ্বিতীয় স্ত্রীর সন্তানরা পৈতৃক সম্মতির ভাগিদার কিছুতেই হতে পারে না| তবে পিতা মাতার সম্পত্তির ভাগিদার সমান ভাবে দুই পক্ষের সন্তানরাই হতে পারে বলে জানান তারা।