প্রথম 'ট্রান্সজেন্ডার' অভিনেতা বাংলার 'শ্রী'

রামকমল মুখোপাধ্যায়ের 'সিজনস্ গ্রিটিংস'-এর সৌজন্যে বলিউডের ছবিতে অভিনয় করছেন বাংলার 'ট্রান্সজেন্ডার' অর্থাৎ রূপান্তরকামী- শ্রী ঘটক মুহুরি।

এই ছবিতে রয়েছে এক রুপান্তরকামীর চরিত্র, যার নাম চপলা। সেই চরিত্রে কোনও পেশাদার অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করুক এমনটা চাননি পরিচালক। রামকমল মুখোপাধ্যায়ের কথায়, এই চরিত্রটিতে কোনও পেশাদার অভিনেতা, অভিনেত্রী ঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারবেন না, যতটা ভালো ফুটিয়ে তুলতে পারবেন একজন প্রকৃত রূপান্তরকামী ব্যক্তি।

ছবির প্রযোজক অরিত্র দাসই প্রথম শ্রী'র সঙ্গে পরিচয় করিয়ে দেন রামকমল মুখোপাধ্যায়ের। তারপরই চপলা চরিত্রটির জন্য শ্রী-কে বেছে নেন তিনি। শ্রী'র কথায়, ''রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাই আলাদা। উনি আমার কাছ থেকে সেটাই বের করে নিয়েছেন যেটা ঠিক উনি চেয়েছেন। আমার মেকআপ, চুল, পোশাক সবকিছু নিয়েই এক্কেবারেই পরফেক্ট ছিলেন উনি, যাতে চরিত্রটা পর্দায় এক্কেবারে জীবন্ত হয়ে ওঠে।''

তিনি আরও বলেন, ''বেশিরভাগ ক্ষেত্রেই রূপান্তরকামীর চরিত্রে অভিনয়ে বলিউড ছবিগুলিতে অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় অনেক সময় বিদ্রুপের আকার নেয়। তাই প্রথমে এই চরিত্রে অভিনয়ের জন্য 'হ্যাঁ' বলার আগে আমি সাতবার ভেবেছি। তবে চিত্রনাট্যটা যখন শুনলাম আমার চোখে জল চলে এসেছিল। আমি ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে গেলাম।''

প্রসঙ্গত, শ্রী'ই বলিউডের প্রথম রূপান্তরকামী অভিনেতা। ২০১৫ সালে কিছু অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়ে ওঠেন শ্রী। 'সিজন গ্রিটিংস' ছবির গল্প এক মা ও তাঁর মেয়েকে নিয়ে। যেখানে মেয়ের চরিত্রে অভিনয় করবেন সেলিনা জেটলি আর তাঁর মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী লিলেট দুবেকে। রামকমল মুখোপাধ্যায়ের এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যক করছেন সেলিনা জেটলি।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...