Bollywood News: ইদে কেমন ব্যবসা করল সলমান খান অভিনীত ‘সিকন্দর’?

চলতি বছরে ইদের মরশুমে মুক্তি পেয়েছে সলমান খান অভিনীত ‘সিকন্দর’। এই ছবির মাধ্যমে প্রায় দু’বছর পর সিনেমার পর্দায় দেখা যাবে ভাইজানকে। এর পূর্বে সলমান খানের শেষ ইদমুক্তি ছিল ২০২৩ সালে। দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের বিপরীতে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি সেই সিনেমা। এবার চলতি বছরে তাঁর নতুন সিনেমা ‘সিকন্দর’। এই ছবির মাধ্যমে অনুরাগীদের কতটা মন জয় করতে পারলেন তিনি?

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রথম দিনে ‘সিকন্দর’ ৩০.৬ কোটি টাকা ব্যবসা করেছে এবং দু’দিন মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকা ব্যবসা করেছে। সারা বিশ্বে সেই ব্যবসার পরিমাণ ২৫৪ কোটি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই সিনেমার ব্যবসা আশানুরূপ নয়। পর্দায় সলমান খানের উপস্থিতি দাগ কাটেনি দর্শকমনে।


দীর্ঘ বিরতির পর ‘গজিনি’ খ্যাত এআর মুরুগাদোস পরিচালিত ‘সিকন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে সলমান খানকে। এই সিনেমায় তাঁর বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা। এর আগে অ্যানিমাল, ছাবা সহ নানা সুপারহিট বলিউড সিনেমায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন নায়িকা। কিন্তু সিকন্দর সিনেমায় নায়কের থেকে নায়িকা প্রায় ৩১ বছরের ছোট হওয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন সলমান খান। কিন্তু সব সামলে সিনেমা প্রকাশ হয়েছিল। তবে প্রথম ২ দিনের ব্যবসার অঙ্কে চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...