ঈদ এলেই ‘ভাইজান’ –এর সিনেমা নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে সিনেমাপ্রেমী দর্শকদের। এই বছরও দর্শকদের জন্য ‘সিকন্দর’ সিনেমা নিয়ে হাজির বলিউড সুপারস্টার সলমান খান। ৩০ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমা। কিন্তু মুক্তির আগেই ঘটে গিয়েছে এক অঘটন। এর ফলে সিনেমার ব্যবসা ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা ছবির নির্মাতাদের।
দীর্ঘ বিরতির পর ‘গজিনি’ খ্যাত এআর মুরুগাদোস পরিচালিত ‘সিকন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন সলমান খান। এই সিনেমায় তাঁর বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা। এর আগে অ্যানিমাল, ছাবা সহ নানা সুপারহিট বলিউড সিনেমায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন নায়িকা। কিন্তু সিকন্দর সিনেমায় নায়কের থেকে নায়িকা প্রায় ৩১ বছরের ছোট হওয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন সলমান খান। কিন্তু সব সামলে সিনেমা প্রকাশের আগে এ কি গেরো! ‘সিকন্দর’ রিলিজের কয়েক ঘন্টা আগে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গিয়েছিল ছবিটি। এর ফলে চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে।
জানা গেছে, গত রবিবার সিনেমা মুক্তির কয়েক ঘন্টা আগে ‘তামিলরকারস’, ‘মুভিরুলজ’, ‘ফিল্মিজিলা’ এমনকি টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়িয়েছে এই সিনেমা এবং ডাউনলোড লিঙ্ক। সলমান আগেই জানিয়েছিলেন, তিনি আশা করেন এই সিনেমাটি প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করবে। টিকিটের অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও রীতিমতো নজির গড়েছিল সিনেমাটি। কিন্তু এমন মেগা বাজেটের ছবি মেগা রিলিজের আগে লিক হয়ে যাওয়া ‘সিকন্দর’ ছবির ব্যবসা ক্ষতির মুখে ফেলতে পারে। যদিও এখনও অবধি টিম সিকন্দর এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।