ফ্ল্যাশব্যাকে বলিউড

২০১৯ শেষ। কিন্তু ভারতীয় সিনেমার জন্য কেমন গেল বছরটা? বলিউডে  আর্থিক সাফল্যের দিকে যদি নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে তিন খানের দিকে না তাকিয়েও বলিউডের লাভের ঘোড়া বেশ ভালই দৌড় দিয়েছে। উঠে এসেছে নতুন মুখ। চিত্রনাট্যতেও এসেছে বদল। বেশ কিছু বছর ধরে বলিউডে চেনা ছক ভাঙার যে ট্রেন্ড এসেছে এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আসুন দেখা নেওয়া যাক বলিউডের হট লিস্টে এবছর কোন কোন সিনেমা জায়গা করে নিল

১) উরি-  ছবির বিষয় সার্জিক্যাল স্ট্রাইক। পরিচালক আদিত্য ধর। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। এই সিনেমা ব্যবসা করেছিল ৩৪২.০৬ কোটি।

bolly-5

২) আর্টিকেল- ১৫- ভারতীয় সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদ অবলম্বনে বানানো। পরিচালনা করেছেন অনুভব সিনহা। অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ইশা তালওয়ার।

bolly-1

৩) গাল্লি বয়- জোয়া আখতারের পরিচালনায় ‘গাল্লি বয়’ ২০১৯-এর অন্যতম ব্লক বাস্টার হিট। অস্কারের মনোনয়নও পেয়েছিল এই ছবি।

bolly-3

৪) কবীর- কবীর সিং'– পরিচালক সন্দীপ ভেঙ্গা রেড্ডী তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা 'অর্জুন রেড্ডি'র হিন্দি রিমেক বানিয়েছিলেন। শাহিদ কাপুর ও কিয়ারা আদবানির 'কবীর সিং' । বক্স অফিসে ব্যবসা করেছে ৩৭৯.০২ কোটি টাকা।

bolly-4  

৫) ছিছোরে-  সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ছিছোরে। এই বছর সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমায় তালিকায় নবম স্থানে রয়েছে এটি। বিশ্বব্যাপী এর আয় ২১২.৬৭ কোাট টাকা।

bolly-2

৬) দ্য ওয়ার-  ২০১৯- এর  সবচেয়ে বেশি আয় করা সিনেমা ওয়ার। বিশ্বব্যা পী ৪৭৪.৭৯ কোটি টাকা আয় করেছে এই সিনেমা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে হাজির হন হৃতিক রোশান ও টাইগার শ্রফ।   

বালা, দ্য স্কাই ইস পিঙ্ক,  ড্রিম গার্ল, সুপার থার্টি, মর্দানি-২- এর মতো ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে।   নতুন অভিনেতার পাশাপাশি উঠে এসেছে নতুন পরিচালকের মুখ। যাদের ওপর স্বচ্ছন্দে বাজি ধরতে পাফ্রে প্রযোজকরা।  তিন খানের পাশে বিগ ব্যানার হিরো তো ছিলেনই অক্ষয় কুমার। এ বছর যেন আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠেছেন  তিনি।

নায়িকা দৌড়ে এ বছর অনুপস্থিত অনুষ্কা শর্মা আর দীপিকা পাডুকন। ২০১৯- তাদের কোনও সিনেমা আসেনা। বছরের গিয়ার ছিল তাপসী পন্নু, আলিয়া ভটদের হাতে   

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...