বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন বলি অভিনেতা শ্রেয়াস তলপড়ে। শ্যুটিং শেষ করে বাড়ি ফিরতেই বুকে চাপ অনুভব করেন ৪৭ বছরের অভিনেতা।
তারপর তাঁকে মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।
সূত্র থেকে জানা গিয়েছে শ্রেয়স এদিন শ্যুটিং করে বাড়ি ফিরছিলেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শ্যুট চলছিল। তিনি সেটে সারাদিন শ্যুট করেছেন, সবার সাথে হাসিঠাট্টা করেছেন। একেবারে সুস্থ ছিলেন পুরোদিনটা। এদিন বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যেরও শ্যুট করেছিলেন তিনি। শ্যুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি একটা অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পথেই অবস্থার অবনতি হতে থাকে। জানা গিয়েছে যে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ১০ মিনিটের জন্য বন্ধ হয় যায় অভিনেতার হৃদযন্ত্র।
এই ঘটনা দেখে শ্রেয়াসের স্ত্রী, দীপ্তি সহ গোটা তলপড়ে পরিবার কান্নায় ভেঙে পড়েন।
অভিনেতার স্ত্রী, দীপ্তি সোশ্যাল মিডিয়ায় স্বামী শ্রেয়াসের স্বাস্থ্যের খবর জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘আমাদের বন্ধু, শুভানুধ্যায়ী সকলের কাছে কৃতজ্ঞ আমাদের কঠিন সময়ে এ ভাবে পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভাল আছেন। আর কয়েক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ। এমন এক দুঃসময়ে আপনারা যে ভাবে পাশে থেকে ভরসা দিয়েছেন আমাদের দু’জনকে, তার জন্য ধন্যবাদ।’’
শ্রেয়াস তলপড়েএকাধিক হিট হিন্দি সিনেমা করেছেন। শুধু হিন্দি নয় একাধিক মরাঠি সিনেমায় কাজ করেছেন তিনি। প্রায় দু’ দশকের অভিনয় জগতে শ্রেয়স ৪৫টিরও বেশি সিনেমায় কাজ করে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। ইকবাল থেকে শুরু করে হাউজফুল, গোলমাল, পোস্টার বয়েজ, ওম শান্তি ওমের মতো একাধিক হিট ছবিতে অভনয় করতে দেখা গিয়েছে শ্রেয়াসকে।
সম্প্রতি মুম্বাই শহরে শ্রেয়াসের আগামী ছবি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-র শুটিংয়ের কাজ চলছিল। সেই ছবিতে শ্রেয়স ছাড়াও অক্ষয় কুমার, রবিনা টন্ডন, দিশা পাটানি, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত সহ বহু অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন।