পৃথিবীর সব থেকে বড় সুইমিংপুল। কি অবাক হচ্ছেন তো পড়ে ? ঠিকই পড়ছেন। প্রায় ২০ একর জায়গা জুড়ে এই বিশাল জলাশয়। দৈর্ঘ্য প্রায় ৩৩২৪ ফুট। চিলির সান আলফনসো দেল মার রিসর্টে বিশ্বের বৃহত্তম সুইমিংপুল। সব থেকে আশ্চর্য্যের বিষয় হল এই বিশেষ সুইমিংপুলের মধ্যে চলে নৌকা। ২০০৬ সালে গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডসের পক্ষ থেকে পুলটিকে বৃহত্তম বলে ঘোষণা করা হয়েছে। এই পুলটিতে প্রায় ২৫ কোটি লিটার জল সংরক্ষণ করা যায়। রাজধানী থেকে ৯০ কিমি দূরে অবস্থিত পুলটির তৈরির কথা প্রথম ফেনান্দো ফিশম্যান নামক এক রিয়্যাল এস্টেট ব্যাবসায়ী গবেষক ভাবেন। এই পুলে ওয়াটার স্পোর্টস খেলার ব্যবস্থা আছে। ১১৫ ফুট গভীর পুলটি ক্রিস্টাল লেগুনস টেকনোলজি নামক একটি সংস্থা তৈরী করেছে। সমুদ্রের জল কে পরিশুদ্ধ করে সংরক্ষণ করা হয় এই পুলের জন্য। তবে পুলের জলের তাপমাত্রা যাতে ২৬ ডিগ্রির বেশি থাকে সমুদ্রের জলের তুলনায়, তাই বিশেষ অপরেটিং ব্যবস্থা রাখা আছে। এই বিশাল আকৃতি বিশিষ্ট পুলটির রক্ষণাবেক্ষনের জন্য তাই ২৩ লক্ষ টাকা খরচ হয়। পরিষ্কার ও স্বচ্ছ নীল জলের জন্যই পুলটি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে।