বিমানবন্দরের পর এবার দূর পাল্লার ট্রেন ধরার জন্য চালু হবে বোর্ডিং সিস্টেম এমনটাই জানাল ভারতীয় রেল মন্ত্রক।তাই এবার থেকে ট্রেন ছাড়ার ১৫- ২০ মিনিট আগেই পৌঁছে যেতে হবে স্টেশনে। সিকিউরিটি চেকিং -এর জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে।
প্রয়াগের কুম্ভমেলা উপলক্ষে ১৫ ই জানুয়ারি থেকে এই নিয়ম চালু করা হবে বলে জানান রেলের নিরাপত্তা বাহিনীর ডিজি অরুন কুমার। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আরও ২০২ টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। অরুন কুমার জানান পরিকল্পনার অধীনে থাকা স্টেশনগুলিকে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হবে। ইন্টিগ্রেট সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে পরিকল্পনাটি মনিটরিং করা হবে। এই প্রকল্পকে বাস্তবায়নে করতে খরচ হবে আনুমানিক ৩৮৫ কোটি টাকা। তাই এবার থেকে শেষ মুহূর্তে না বেড়িয়ে, হাতে সময় নিয়ে বেড়োন। নয়ত মাঝপথে ভেস্তে যেতে পারে ভ্রমণের আনন্দ।