বোর্ড প্রেসিডেন্ট-সৌরভ গঙ্গোপাধ্যায়

আজ মুম্বইয়ের বিসিসিআইএর সদর দফতরে পাকাপাকিভাবে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আশা করা হচ্ছে, এই নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিসিসিআই-এরও এক নতুন অধ্যায় শুরু হবে। সেই কথা মাথায় রেখেই আগামীকালের বোর্ড মিটিংয়ের দিকে তাকিয়ে আছে সবাই।

              প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন(৩৩ মাস) বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন সিওএ-র অধীনে ছিল ভারতীয় ক্রিকেট। তা নিয়ে বিতর্ক এবং বিশৃঙ্খলা হয়েছে যথেষ্ট। এই সময়কালে ভারত আইসিসিতে তার প্রাপ্য মর্যাদা হারিয়েছে। 'বিগ থ্রি' মডেল অবলুপ্ত করেছে আইসিসি। এই বিষয়ে ভারতের তরফে কোনওরকম যুক্তিসঙ্গত প্রতিবাদ করা হয়নি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই ব্যাপারটিকে সৌরভ যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। সৌরভের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষমতা পুরোপুরি বিসিসিআই-এর হাতে আসতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই সৌরভেরও কাঁধে বাড়বে বাড়তি দায়িত্ব

            আগামীকাল নতুন কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হবে। নির্বাচক কমিটির সঙ্গে বসে বাংলাদেশ সফরের জন্য দল নির্বাচন করা হবে। দেখা হবে সৌরভ-বিরাটের, যেখানে সৌরভ এবারে থাকছেন নতুন ভূমিকায়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌরভ বলেছিলেন বোর্ডের মধ্যে স্বচ্ছতা আনাই হবে তাঁর প্রথম কাজকোর টিম গঠন করতে হবে। তৈরী করতে হবে বেশ কয়েকটি সাব কমিটি। ধোনির সঙ্গে কথা বলে তাঁর ভাগ্য নির্ধারণ করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি আরও বলেছিলেন, গত তিন-চার বছরে আইসিসি-র কাছ থেকে ভারতীয় ক্রিকেটের যা অর্থ পাওয়া উচিত ছিল, তার কিছুই পাওয়া যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট লভ্যাংশের ৭৫ থেকে ৮০ শতাংশ আসে ভারত থেকে। সেটা অবশ্যই ভারতের পাওয়া উচিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...