এইবার লোকাল ট্রেনের বাইরে জ্বলবে নীল আলো

নিত্যদিন  বহু মানুষকে কর্মসূত্রে লোকাল ট্রেনে যাতায়াত করতেই  হয়। আর লোকাল ট্রেন মানেই হুড়োহুড়ি, যেখানে পা রাখার জায়গা নেই সেখানে আস্ত শরীরটাকে নিয়ে কোনোমতে দাঁড়িয়ে থাকা। হাওড়া হোক কিংবা শিয়ালদহ লোকাল ট্রেনের বাইরে যাত্রীদের ঝোলার ছবিটা নিত্যদিনের যাত্রীদের কাছে একেবারেই স্বাভাবিক ব্যাপার। অনেক সময়ে গেটের বাইরে দাঁড়িয়ে ট্রেন ছাড়ার অপেক্ষা করে যাত্রীরা। ট্রেনে তাড়াতাড়ি উঠতে গিয়ে দুর্ঘটনাও ঘটে হামেশাই। এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য নতুন ব্যবস্থা নিল ভারতীয় রেল মন্ত্রকমাননীয়  রেলমন্ত্রী শ্রী পীযুষ গোয়েল সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের প্রতিটি গেটে নীল রঙের আলো জ্বলে উঠছে। ফলে ট্রেন ছাড়ার সময়ে যাত্রীরা সাবধান হয়ে যাচ্ছে। রেল কর্তৃপক্ষের অনুমান, এই ব্যবস্থার ফলে দুর্ঘটনার প্রবণতা কমবে। আপাতত এই নিয়ম মুম্বইয়ের কয়েকটি লোকাল ট্রেনে দেখা গেছে। পরবর্তীকালে দেশের বিভিন্ন লোকাল ট্রেনে এই নিয়ম চালু হতে পারে বলে জানান তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...