ভারতে আইপিএলের জনপ্রীয়তা কতটা তা আরও একবার বুঝিয়ে দিল ব্লোসম কাউন্টি প্রিমিয়ার লিগ। নিলামে খেলোয়াড় কেনা থেকে শুরু করে দলের নাম, প্রথম দেখায় বুঝতেই পারবেন না যে এটা আইপিএল নয়। ব্লোসম কাউন্টি বিল্ডিং কম্পেক্সের মধ্যে ছোট্ট জায়গা, সেখানেই তৈরী করা হয়েছে পিচ। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্স, আইপিএলের প্রতিটা টিমের নামেই তাঁদের টিম। তবে ব্যাতিক্রম একটাই, প্রতি টিমে ৭ জনের এই ম্যাচে, পুরুষদের পাশাপাশি মহিলারাও রয়েছে এই দলে। একসাথে মিলে মিশে সকলেই ফিল্ডিং বোলিং করছে। এমন কি বাদ যায় নি ক্ষুদে খেলোয়াড়েরা। পাঁচ দিন ব্যাপি এই ম্যাচে, বৃহস্পতিবারের ম্যাচ ছিল কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের। এমন একটি অভিনব ম্যাচের সাক্ষি থাকতে পেরে যথেষ্ট উচ্ছসিত জিয়ো বাংলা।