মানবদেহের অস্থিতে মিললো রক্তনালীর হদিশ

এবার খোঁজ মিললো মানবদেহের অস্থির ভেতরে থাকা শিরা, ধমনীর। যাদের আমরা 'রক্তনালী' বলে থাকি। আর এই রক্তনালী থাকে যে কোন অস্থির পিঠের দিকে। এরপর সেখান থেকে রক্তনালী চলে যায় অস্থির ভেতরের গহ্বরে। এই বিশেষ আবিষ্কারের গবেষণা পত্রটি প্রকাশ হয়েছে, আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল নেচার-মেটাবলিজম’-এ। বিজ্ঞানীরা জানিয়েছেন, যে অস্টিওপোরোসিসের মতো কি ভাবে অস্থির জটিল অসুখ হয়, ও তা কি ভাবে বেড়ে ওঠে এই রক্তনালী আবিষ্কৃত হওয়াতে সেই বিষয়টির উপর আলোকপাত সম্ভব হবে। এই বিষয়ে জার্মানির ডুইসবার্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিয়াস গানঝার-এর অভিমত, মানুষের শরীরের এমন বহু অঙ্গপ্রত্যঙ্গ আছে যেগুলির কথা এখনো আমরা জানিনা। তবে এখন মানবদেহের এমন একটা জায়গায় রক্তনালী আবিষ্কার হয়েছে যার হদিশ এর আগে কখন মেলেনি। জানা যায়, গবেষকরা বিভিন্ন ধরনের রাসায়নিক প্রয়োগ করে ইঁদুরদের পায়ের অস্থিতে প্রথম ওই বিশেষ ধরনের রক্তনালীর হদিশ পান। যার আকার দেশলাই কাঠির মতো। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই রক্তনালীগুলিকে বলা হয়, ‘ট্রান্স-কর্টিকাল ভেসেল্‌স। এর আগে অস্থিতে যে রক্তনালীর হদিশ মিলেছিল, সেগুলি ছিল অস্থির দুটি প্রান্তের দিকে অথবা ছিল অস্থির মাঝামাঝি অংশ পর্যন্ত। কিন্তু এবার আবিষ্কৃত রক্তনালীগুলি ছিল গোটা অস্থিতে। আর তাদের মাধ্যমেই গোটা অস্থিতে রক্ত সংবহন হয়। পরে আমাদের থাই-র অস্থিতেও এই রক্তনালীর হদিশ মিলেছে বলে জানিয়েছেন গানঝার। তবে মানবদেহের বিভিন্ন অস্থিতে এমন রক্তনালী ঠিক কতগুলি রয়েছেসেই সংখ্যাটা এখনও সঠিক ভাবে জানা যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...