এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা পৃথিবী। শতাব্দীর দীর্ঘতম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহনের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। আগামি ২৭ জুলাই ভারতীয় সময় রাত ১টা ৫২ মিনিটে আকাশ পরিষ্কার থাকলে এই বিরল ঘটনার সাক্ষী থাকতে পারে দেশ। বিশেষজ্ঞদের মতে ১ঘন্টা ৪০ মিনিট ধরে চলবে এই গ্রাস। কারন হিসাবে তারা জানান যে সেই দিন পূর্ণিমা থাকার দরুণ চাঁদ থাকবে পৃথিবী থেকে তার কক্ষপথের সবচেয়ে দুরের বিন্দুতে তাই এতক্ষণ ধরে চলবে গ্রহন। তারা আরও জানা যে ওই সময় চাঁদের রঙ লাল হতে দেখা যেতে পারে। সূর্যের আলো পৃথিবীর বায়ুমন্ডেলে বিস্তৃর্ণ ভাবে ছড়িয়ে পড়ার কারনেই ‘ব্লাড মুন’ দেখা যাবে বলে জানান তারা।