অন্ধ মানুষের চরিত্রে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়

এবার এক অন্ধ মানুষের চরিত্রে ধরা দিতে চলেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। শুভম দত্ত পরিচালিত ছবি ব্ল্যাক’- তিনি ধরা দেবেন অন্য মহিমায়। তার অভিনীত চরিত্রটি অন্ধ, তার উপরে আবার একা থাকে। জীবনে সে বড় একা। তার বাড়িতে হঠাতই একটি মেয়ের আবির্ভাব হয়। সে চাকরির সুবাদে কলকাতা এসেছে। একটা বাসস্থান চাই মেয়েটির। আর তাই সে একটি ভাড়া বাড়ির খোঁজ করে। খুঁজতে খুঁজতে সেই অন্ধ একাকী মানুষটির বাড়ির সন্ধান পায় সে। থাকতে শুরু করে সেখানে। এরপর কী হতে পারে বা হবে তা জানতে হলে দেখতে হবে শর্ট ফিল্ম ব্ল্যাক’ শুটিং চলছে ছবির। অনিন্দ্য ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন রায়তী ভট্টাচার্য।

চিত্রনাট্য লিখছেন নন্দিনী দাস। ক্যামেরায় সুশোভন চক্রবর্তী। সহ পরিচালনায় সৌময় ঘোষাল এবং অনুরূপা চক্রবর্তী। শিল্প নির্দেশনায় কৌশিক বর্মণ। ছবিতে শৈল্পিক দিকটিতে রয়েছে এক বিশেষ চমক। জানতে হলে দেখতে হবে শর্ট ফিল্ম ‘ব্ল্যাক’।

ছবির প্রযোজনায় ‘এস ডি পি ভেঞ্চারস’ প্রযোজক শুভাশিস দত্ত। প্রসঙ্গত, ‘এস ডি পি ভেঞ্চারস’ একটি শর্ট ফিল্ম প্রোডাকশন হাউজ। ‘একটি প্রেমের গল্প’, ‘স্টেটাস আপডেট’, ‘নীরবে’, ‘বাঁশিওয়ালা’, ‘পপকর্ন’, ‘হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে’, ‘খেলা ভাঙার খেলা নামের শর্ট ফিল্ম গুলি প্রযোজনা করেছে এই সংস্থা। পাশাপাশি কিছু মিউজিক অ্যালবামেরও কাজ করেছে ‘এস ডি পি ভেঞ্চারস’।   

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...