"স্পিন লেজেন্ড" বিষেন সিং বেদী

বোলার হিসাবে তিনি বিশ্বসেরা। ভারতের স্পিন লেজেন্ড। পাশাপাশি তিনি ঠোঁটকাটাও বটে, ভারতীয় ক্রিকেট দলে ক্যাপটেন হিসেবে অবশ্য তাঁর বিশাল বড় কোনও কৃতিত্ব নেই। তবে অধিনায়ক হিসেবে জয় ছাড়াও যে টিমের পাশে দাঁড়ানো যায় এবং বিপক্ষের মুখের উপর জবাব দেওয়া যায় তার প্রমাণ বিষেন সিং বেদী।

 

বিশেষ করে পাকিস্তান ম্যাচের ঘটনা এর সবথেকে বড় প্রমাণ। পাকিস্তানের চুরি করে ম্যাচ জয়ের চেষ্টার দুরন্ত জবাব দিয়েছিলেন তিনি। হ্যাঁ, বিতর্ক হয়েছিল, কিন্তু বেদী তো বেদীই। ঘটনা ১৯৭৮ সালের। সারা টেস্ট সিরিজ জুড়ে পাকিস্তান দেখিয়েছিল কীভাবে আম্পায়ারদের হাতে রেখে ম্যাচ জিততে হয়। এবার একদিনের সিরিজের পালা। তিন ম্যাচের সিরিজ ১-১ অবস্থায় দুই দল। শাহিওয়ালের শেষ ম্যাচ সিরিজ নির্ধারণ করবে।

BishanSinghBedi1

এই অবস্থায় ভারতের দরকার ছিল ২৮ বলে ২৩ রান। হাতে আট উইকেট। ক্রিজে জমে গিয়েছেন গায়কোয়াড়। ব্যাট করছেন ৭৮ রানে। হার বুঝে হঠাৎ করেই পাকিস্তান নাগাড়ে বাউন্সার করতে শুরু করে। এমন বাউন্সার যা যেগুলি ব্যাটসম্যানের নাগালে আসবে না। পাক পেসার সরফরাজ তো টানা সব ক'টি বল মাথার অনেক উপর দিয়ে করে গেলেন। একটাও ওয়াইড দিল না আম্পায়ার। সারা সিরিজ ধরে পাকিস্তানের চুরি সহ্য করেছিলেন বেদী। আর না। বুঝতে পারলেন এভাবেই ম্যাচ জিততে চাইছে পাকিস্তান। আম্পায়ার যেভাবে সাহায্য করছে, তাতে সফলও হয়ে যাবে তারা। সোজা গিয়ে মাঠ থেকে টিম তুলে নিলেন। ম্যাচ হয়ত জিতে যেত ভারত, কিন্তু এভাবে চুরি সহ্য করতে নারাজ ছিলেন বেদী। পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিলেন খেলার মাঠটা চুরি করার জায়গা নয়

 

 

৭৪-এর ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে সিরিজ হেরে যায় যায় অবস্থা। খুনে লয়েড ভারতকে হারানোর জন্য মারদাঙ্গা করলেন। নাগাড়ে রাউন্ড দ্য উইকেটে বাউন্সার-বিমার। কোনও কোনও বল আসছিল মাথা লক্ষ্য করে। বিশ্বনাথের আঙুল ভেঙে যায়। গায়েকোয়াড়কে কানে মেরে হাসপাতালে পাঠায় ক্যারিবিয়ান বোলাররা। ব্রিজেশ প্যাটেল থুতনি ফাটিয়ে দেয় তারা। অধিনায়ক বিষেণ সিং বেদী ৬ উইকেটে ৩০৬ রান নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেন, কারণ এরপরে  যারা নামবে তারা মার খেলে বোলিংও করা যাবে না। একেই ম্যাচের বাইরে চলে গিয়েছেন তিনজন ব্যাটসম্যান। ম্যাচে ১৭ জন সদস্যের সবাইকেই কোনও না কোনও সময় মাঠে নামতে হয়েছিল মাঠে। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনা। তখন স্কোর ৯৭/৩। ভারতের পাঁচ ব্যাটসম্যান 'রিটায়ার্ড হার্ট।' ইনিংস ডিক্লেয়ার করে দেন বেদী। ওই টেস্টকে বলা হয় 'ব্লাড ডেথ এট সাবাইনা পার্ক'। হয়ত ম্যাচ হেরে গেল ভারত, কিন্তু অসভ্যতার জবাব দলের প্লেয়ারদের পাশে থেকে দিয়েছিলেন বেদী।

BishanSinghBedi2


জাতীয় দলকে ২২ টেস্টে নেতৃত্ব দিয়েছেন বেদী। স্মরণীয় জয় বলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে রেকর্ড ৪০৬ রান তাড়া করে জয় এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ সিরিজে জয়। কিন্তু জেন্টলম্যানস গেমে চুরি, অসভ্যতার জবাব কীভাবে দিতে হয় সেটা দেখিয়েছিলেন বেদী।


বোলার বেদী - সারা ক্রিকেটে বিশ্ব যখন আগুনে পেস দিয়ে শাসন করছে ভারত তখন ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাইয়েছেন শুধুই স্পিন মন্ত্রে। মেরে কেটে টেস্টের প্রথম কিছু ওভার পেস, তারপরেই আসত স্পিন। সত্তর আশির দশকে ভারতের স্পিন চতুর্ভুজের অন্যতম বিষেন সিং বেদী। বিশ্বের সেরা কৃপণ বোলার বললে কোনও ভুল হয় না।

BishanSinghBedi3

রেকর্ড বুক, পরিসংখ্যান তো তাই বলছে। ১৯৭৫ সালের বিশ্বকাপ ক্রিকেট। পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ভারতের খেলা। তখন প্রতি ইনিংসে ৬০ ওভার হত। প্রত্যেকে ১২ ওভার বল করতে পারতেন। সেই ম্যাচে ভারতের বাঁ হাতি স্পিনারের পরিসংখ্যান ১২ ওভারে ৮ ওভার মেডেন নিয়ে দিলেন ৬ রান, নিয়েছিলেন ১উইকেট । ওয়েস্ট ইন্ডিজের ফিল অ্যাম্ব্রোস (১০-৮-৩-৪) ও ইংল্যান্ডের ডি এ রিভ (৫-৩-২-১) এর পর তার বোলিং পরিসংখ্যানটি সারা বিশ্বে একদিবসীয় ক্রিকেটে অনেকদিন তৃতীয় সেরা পারফরম্যান্স ছিল। বোলার? বিষেন সিং বেদী।

 

ল্যান্স গিবসের টেস্টে প্রতি ১৬.৬২ ওভার মেইডেন ওভার লাভের পর বেদীর টেস্ট প্রতি ১৬.৩৫ ওভার মেইডেন রেকর্ড বুকে দ্বিতীয় স্থানে আছেন। এছাড়াও প্রতি উইকেট নেওয়ার মাঝে নিয়েছেন ৪.২ মেইডেন ওভার। বলা যেতে পারে স্পিন, ফ্লাইট, লুপ বুঝতে না পেরে বিরক্ত হয়ে উইকেট দিতে বাধ্য হতেন ব্যাটসম্যানরা। রান যে কোনও মূল্যেই হবে না। বাধ্য হয়ে তাঁর ফাঁদে পা দিতে বাধ্য হত ব্যাটসম্যানরা।


১৯৪৬ সালে আজকের দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর তাঁর জন্ম হয় অমৃতসরে। ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭ টেস্ট খেলে নিয়েছেন ২৬৬টি উইকেট। প্রথম শ্রেণীর ম্যাচে নিয়েছেন ১৫৬০ উইকেট, যা রেকর্ড। তার সময়কালেই ভারতের স্পিন বোলিং জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে ১৯৬০ ও ৭০-এর দশকে এরপল্লী প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর ও শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবনকে নিয়ে ভারতীয় স্পিন জগতে ফ্যাভ ফোর তৈরি করেছিলেন বেদী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...