১২৫তম জন্মদিনে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

বাঙলার প্রথম সারির সাহিত্যস্রষ্টাদের মধ্যে অন্যতম বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা ছোটগল্প ও উপন্যাসগুলি আজও সবাইকে আকৃষ্ট করে| উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণকাহিনী এবং দিনলিপিও রচনা করেন। 

bivuti-con

১৮৯৪ সালে ১২ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মুরারিপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন |

তাঁর লেখনীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘অপরাজিত’, ‘পথের পাঁচালী, ‘আরণ্যক’, ‘ইছামতী’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘অশনি সংকেত’, ‘মেঘমল্লার’, ‘তালনবমী’, ‘চাঁদের পাহাড়’, ‘দৃষ্টিপ্রদীপ’, ‘দেবযান’ ইত্যাদি| এইগুলির মধ্যে ‘পথের পাচাঁলী’, ‘অপরাজিত’ আর ‘চাঁদের পাহাড়’ সব থেকে বেশি জনপ্রিয় উপন্যাস| ১৯৫১ সালেপশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার  রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) অর্জন করেন| এই মহান সাহিত্যিক ১৯৫০ সালে ১লা নভেম্বর পরলোকগমন করেন।

satya-cont

এই কালজয়ী সাহিত্যিকের রচনা ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’ উপন্যাস থেকে সত্যজিৎ রায় সৃষ্টি করেন  ‘অপু ট্রিলজি’ ।

জিয়ো বাংলার তরফ থেকে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...