আজ সুদীপ্তার জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছেন তিনি। কিন্তু তাতে কী? “কাজ তো করতেই হবে। কর্মই ধর্ম।“- বললেন বার্থ ডে গার্ল সুদীপ্তা চক্রবর্তী। তাই আজ সাত সকালেই হাজির হয়েছিলেন ফ্লোরে। শুটিং সেরে সোজা বাড়ি। সেখানে অপেক্ষারত সুদীপ্তার মা, বাবা এবং বন্ধুরা। দারুণ সব খাবারের আয়োজন হয়ে গিয়েছে সকালেই। ভাত, ডাল, পাঁচ রকমের ভাজা, রকমারি মাছের নানা রকমের পদ, চাটনি, পায়েস সহযোগে আজ জমবে তাঁর মধ্যাহ্ন ভোজন। উপহার পাওয়া শুরু হয়ে গিয়েছে মাসখানেক আগে থেকেই। টেডি বিয়ার, পাপ্পি, চকোলেট, টিফিন বক্স, পোর্টেবল চার্জার সহ আরও হরেক রকমের উপহার পেয়ে আজ বেশ খোশমেজাজে সুদীপ্তা।
খুশির পারদ চড়িয়েছে আরও একটি উপহার। আজই একটি ছবিতে সাইন করছেন তিনি। কিন্তু ছবির নাম এখনই জানাতে নারাজ অভিনেত্রী। নামটি চমক হিসেবেই রাখতে চাইছেন তিনি। জিয়ো বাংলাকে খুব শীঘ্রই সেই ছবির নাম বলবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বয়েই গেল, ইষ্টিকুটুম, বিকেলে ভোরের ফুল, মহাপীঠ তারাপীঠ, রেশম ঝাঁপি, আরব্য রজনী এবং জি বাংলা সিনেমার ছবি ‘বাঞ্ছারামের বাগানবাড়ি’- প্রত্যেকটিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামনে আসছে আরও অনেক কাজ।
সুদীপ্তার জন্য জিয়ো বাংলার তরফ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা।