সুনীল সাগরে ভেসে যাই

আমার ভালবাসার কোন জন্ম হয়না মৃত্যু হয়না, কেননা আমি অন্যরকম ভালবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম

সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ দাশ-পরবর্তী কবিদের মধ্যে এক অন্যতম কবি ও প্রথিতযশা সাহিত্যিক| যাঁর কবিতায় পাঠক নতুনভাবে খুঁজে পেয়েছেন ভালোবাসাকে, যিনি তাঁর কবিতায় শুনিয়েছেন নীরার গল্প| কবির জন্ম  ৭ই সেপ্টেম্বর ১৯৩৪ সালে তৎকালীন ভারত অধুনা বাংলাদেশের ফরিদপুরের মাদারিপুরে| মাত্র ৪ বছর বয়সে কলকাতায় আসা| ১৯৫৩ সালে কৃত্তিবাস নামক এক পত্রিকায় সম্পাদনা দিয়ে তাঁর লেখক জীবনির সূত্রপাত | তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’, ১৯৬৬ সালে  তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয় | এছাড়াও তাঁর উল্লেখ্যযোগ্য রচনা ‘হঠাৎ নীরার জন্য’,  ‘অরণ্যের দিনরাত্রি’, ‘শ্যামবাজারের মোড়ের আড্ডা’, ‘মনের মানুষ’  ‘ভানু ও রানু’ ‘অর্জুন’ প্রভৃতি| এছাড়াও তাঁর রচিত উল্লেখযোগ্য গোয়েন্দা সিরিজ ‘কাকাবাবু ও সন্তু’| যিনি ‘নীললোহিত’ ছদ্মনামে এক আলাদা আধিপত্য বিস্তার করেন পাঠকের মনে| তাঁর লেখায় ‘দিকশুন্যপুর’ বলে একটি জায়গার কথা বারবার উঠে এসেছে| সুনীল গঙ্গোপাধ্যায়ের বহু রচনা চলচ্চিত্রায়্ত ও হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ‘হঠাৎ নীরার জন্য’, সত্যজিত রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’, ‘কাকাবাবু’, 'ইয়েতি অভিযান’ ও ‘মিশর রহস্য’ প্রভৃতি| সাহিত্য পুরস্কার ও আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি| ২০১২ সালে ২৩শে অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন| আজ তাঁর জন্মদিনে জিয়ো বাংলার পক্ষ থেকে ‘নীললোহিত'-এর প্রতি রইল শ্রদ্ধা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...