জন্মদিনে পিসি সরকার

কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার আবার কেউ হতে চায় শিক্ষক। জীবিকা হিসেবে মানুষ বেছে নেই অনেক কিছুই। তিনিও ঠিক তাই করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি নিয়ে পড়লেও, ছোটবেলা থেকেই যাদুবিদ্যা তার মন কাড়ে, তাই জীবিকা হিসেবে বেছে নিলেন ‘ম্যাজিক’। আর ম্যাজিকের হাত ধরেই শুরু হল পথ চলা।  চলতে চলতে পারি দিল ভীনদেশে।  তাঁর প্রতি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা জন্ম দিল এক কিংবদন্তি যাদুকরকে। নাম হল যাদু সম্রাট পিসি সরকার। ১৯৪৬ সালে বাংলাদেশের টাংগাইলে এই দিনেই জন্মেছিলেন পিসি সরকার

৭১ তম জন্মদিনে জিয়ো বাংলার তরফ থেকে যাদুসম্রাটকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই শুভদিন উপলক্ষে তার কন্যা মমতাজ টুইটারের সাহায্য নিয়েছে।দেখে নেওয়া যাক কি ছিল সেই টুইটারে:

এটা শেয়ার করতে পারো

...

Loading...