আজ্ঞে হ্যাঁ, এবার মাফিয়ার ভূমিকায় ধরা দিতে চলেছেন ঈশা সাহা, অনিন্দিতা বসু এবং ঋদ্ধিমা ঘোষ। আর এঁদের দলের পাণ্ডা বিরসা দাশগুপ্ত। তিনিই এই তিন কন্যেকে বানিয়েছেন মাফিয়া। বিনোদনপ্রেমীদের জন্য আসন্ন ওয়েব সিরিজ ‘মাফিয়া’। আর তার পরিচালক বিরসা দাশগুপ্ত।
‘মাফিয়া’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এর শুটিং। ঈশা-অনিন্দিতা-ঋদ্ধিমা ছাড়াও এই সিরিজে দেখা যাবে তণ্ময় ধানানিয়া, মধুরিমা রায়, নমিত দাস, সায়ন বন্দ্যোপাধ্যায়, সৌরভ সারস্বত, আদিত্য বক্সিকে।
‘সোয়েটার’ এবং ‘সহবাস'-এর পর এখানেও ঈশাকে উত্তরবঙ্গের মেয়ে হিসেবেই পাবেন দর্শক। ছয় জন বন্ধু রয়েছে গল্পের কেন্দ্রে। দুটি রাতের গল্প। আটটি এপিসোডে দেখানো হবে ‘মাফিয়া’। সময়সীমা ৪০ মিনিট।
গল্প অনুযায়ী ছয় বন্ধু মিলে মাফিয়া গেম খেলতে শুরু করে, এই খেলাই একদিন তাদের জীবনের সঙ্গে জড়িয়ে যায়। বেশ কয়েক বছর পরে দেখা হয় এই ছয় বন্ধুর। তখন জীবনটা অনেক পালটে গেছে সকলের। দেখা হওয়ার পরও কি তারা আবারও সেই একই গেম খেলতে শুরু করবে নাকি ঘটবে অন্য কিছু? তা জানতে হলে অপেক্ষা তো করতেই হবে।
পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় বাংলা ও হিন্দি দুই ভাষাতেই তৈরি হচ্ছে ‘মাফিয়া’। তবে, অভিনেতারা একই থাকবেন। কলকাতা এবং নর্থ বেঙ্গলে হবে ‘মাফিয়া’র শুটিং।