ব্রহ্মাণ্ডের দর্শন

শীত আস্তে যে আর বেশি দেরি নেই তা হেমন্তের  স্পর্শ অগ্রিম বুঝিয়ে দিচ্ছে। আর শীত মানেই ঘোরাঘুরি। চিড়িয়াখানা হোক বা ভিক্টোরিয়া, বিড়লা তারামণ্ডল হোক বা জাদুঘর শহরবাসীর ঘোরার মেজাজ থাকে তুঙ্গে। আর এই মেজাজকে আরও উস্কে দিতে নতুন আকর্ষণ আনলো  বিড়লা তারামণ্ডল। সূত্রের খবর, নতুন করে সাজানোর পর থেকে তারামণ্ডলের দর্শকের সংখ্যা অনেকটা বেড়েছে৷ তাই নতুন চমক দিতেআওয়ার ইউনিভার্সনামে নতুন শো শুরু করা হচ্ছে৷ কর্তৃপক্ষের দাবি, এই শো দর্শকদের নতুন অভিজ্ঞতা প্রদান করবে৷ দর্শকরা মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন৷ যা আগে কখনও হয়নি৷ জানা গেছে , প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে টায় এই বিশেষ শো দেখতে পারবেন দর্শকরা৷ আপাতত শো ইংরেজি মাধ্যমে শুরু হলেও আগামী দিনে হিন্দি এবং বাংলা মাধ্যমেও শো হবে৷ কাল্পনিক মহাকাশযানের মাধ্যমে দর্শকদের যে ছবি তথ্য দেওয়া হবে তা সম্পূর্ণভাবে মহাকাশে গবেষকদের সর্বশেষ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করেই নির্মিত৷ এতে পড়ুয়ারাও অনেক উপকৃত হবেন। শুধুমাত্র পড়ুয়ারা নয় এই শো এর ফলে দর্শকদেরও জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পাবে বলে জানিয়েছে তারামন্ডল কর্তৃপক্ষ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...