বক্সায় পাখি উৎসবের সূচনা

শীত আসা মানেই সাথে আরও অনেক কিছুর আগমন| এই সময়ই তো ভ্রমন, পিকনিক ইত্যাদির জন্য একদম সঠিক সময়| আর সময়ের সাথে সাথে যেন চাঙ্গা হয়ে ওঠে বন্যপ্রান ও পাখপাখালি| আর এই রকম ঠান্ডার মরশুমে বক্সায় শুরু হয়ে গেল পাখি উৎসব| এই নিয়ে এই উৎসব তৃতীয় বছরে পদার্পণ করলো| এবছরের এই পাখিউৎসব চলবে ৬থেকে ৯ই জানুয়রী|  সূত্রের খবর থেকে জানা গেছে যে রাজাভাতখাওয়াতে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, পাশাপাশি উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর | বক্সা মানেই জীববৈচিত্রের সমাহার, প্রায় ৫২৭ প্রজাতির পাখি এখানে আছে বলে সূত্রের খবর থেকে জানা গেছে| বিপন্ন বন্যপ্রান ও পাখিদের বিলুপ্তি যেভাবে আমদের সকলের কপালে ভাঁজ ধরাচ্ছে সেখানে এরকম একটা উৎসব অন্যরকম মাত্রা রাখে সেকথা বলাই যায়| এখানে আগত পর্যটক রাও এই উৎসব ঘিরে যথেষ্ট উৎসাহী|

এটা শেয়ার করতে পারো

...

Loading...