চলে গেলেন বিপ্লবকেতন চক্রবর্তী

নক্ষত্রপতন বাংলা নাট্য অভিনয় জগতে| চলে গেলেন বিপ্লবকেতন চক্রবর্তী, মঞ্চ হারালো তার এক উজ্জ্বল শিল্পী তথা তারকাকে‘বিপ্লবকেতন চক্রবর্তীনাট্যজগতে এক অনন্য নাম| যদিও বহু দর্শক তাঁকে চুনি নামেও চেনেন, না তাঁর আসল নাম নয় হল দর্শক প্রদত্ত নাম| ‘চুনি পান্নাসিরিয়ালেচুনি’-  ভূমিকায় তার অভিনয় মন জয় করে দর্শকদের| শুধু নাট্য জগতেই নয় তার বাইরে টেলিভিশনের পর্দাতেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি| কাজ করেছেন উৎপল দত্ত শম্ভু মিত্রের মত নাট্যব্যাক্তিত্বদের সাথেও| মঞ্চে তাঁর অভিনয় দক্ষতা মন কাড়ত সকল দর্শকের| প্রথম পর্যায়ে জড়িত ছিলেন চেতনা নাট্যগোষ্ঠীর সাথে, শিল্পী হিসাবে সেখানেই প্রথম অভিনয় শুরু| পরবর্তীকালেথিয়েটরওয়ালানামে নিজস্ব নাট্যগোষ্ঠী গড়ে তোলেন তিনি, তাঁর পরিচালনায় বিখ্যাত নাটকবাঘু মান্নাসকলের প্রিয়| দুই কণ্যা সুদীপ্তা চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তীর অভিনয়ের হাতেখড়িও বাবা বিপ্লবকেতন চক্রবর্তীর হাত ধরেই| আরেক মেয়ে বিদিশা চক্রবর্তী বিখ্যাত নৃত্যশিল্পী| স্ত্রী দিপালী চক্রবর্তী নিজেও একজন ওড়িশি নৃত্যশিল্পী| দীর্ঘদিন দিন ধরেই অসুস্থ ছিলেন শিল্পী বিপ্লবকেতন চক্রবর্তী, বহু চিকিৎসার পর শুক্রবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ঢাকুরিয়ার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর| তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান অভিনয় তথা নাট্যজগৎ|

এটা শেয়ার করতে পারো

...

Loading...