এবার ‘বায়স্কোপওয়ালা’-তে মেধেকরের ‘বোরখা বক্সার’

‘বক্সিং’ শব্দটি শুনলে আজও আমাদের বাড়িতে গুরুজনরা বলেন ‘বাছা এর থেকে দুরে থাকো’, তাও এই খেলা মানুষের দৃষ্টি কারতে পিছিয়ে থাকে না| আজকাল শুধু পুরুষরা নয় মহিলারাও এই খেলাকে নিজেদের জীবনে প্রাধান্য দিয়েছেন| এই কথা মাথায় রেখে পরিচালক দেব মেধেকর ‘বায়স্কোপওয়ালা’ নামে নতুন ছবি বের করেছেন, যেটি রবীন্দ্রনাথ-এর ‘কাবুলিওয়ালা’ এর গল্প প্রদর্শিত করেছে| ছবিতে দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে  ‘বোরখা বক্সার’| তাঁর দাবি, ‘কলকাতায় অনেক বস্তিতে কিছু মহিলারা আছেন যারা আর্থিকভাবে দুর্বল, তারা ভালো রোজগারের আশাতে এই খেলায় অংশ নেন আর খেলার মধ্যে যদি কোনো মহিলা জেলা কিংবা রাজ্য স্তরে পৌছায় তাহলে তিনি সরকারের তরফ থেকে একটি চাকরির সুযোগ পেতে পারেন|’

ছবিতে কেন্দ্র চরিত্রে(ওয়াহিদা)-এর ভূমিকায় রয়েছেন তিসকা চোপড়া| এই প্রসঙ্গে তিসকা বলেছেন, “মোরগ লড়াইয়ের মতো মনে হয়েছিল ব্যাপারটাকে| দরিদ্র মেয়েদের এ ভাবেও যে সংগ্রাম করতে হয়, আগে কখনও ভাবিনি”|

tisca-chopra

ছবিটি মুক্তি পেয়েছে এইবছরের ২৫শে মে যা নজর কাড়বে এবার সবার|

এটা শেয়ার করতে পারো

...

Loading...