কলকাতার ট্রাফিক পুলিশ মানেই সারাক্ষন তটস্থ হয়ে দাঁড়িয়ে থেকে নিজেদের দায়িত্ব পালন করা। তার মধ্যে প্রকৃতির ডাক তো আসেই। সেই সময় বড্ড বিড়ম্বনায় পড়তে হয় তাঁদের প্রত্যেককে। কখনও কোনও বাজারে বা কোনও সুলভ শৌচালয়ে গিয়ে নিজেরদের পরিস্থিতি সামাল দিতে হয়। এমনও হয়, যেখানে আশপাশে তেমন কোনও শৌচালয়ই নেই। যেতে হয় হয়ত বেশ খানিকটা দুরে। এই রকমই সাত-সতেরো পরিস্থিতির মধ্যে দিয়েই দিন গুজরান করতে হয় ট্রাফিক পুলিশদের।
এবারে সেই অস্বস্তিকর পরিস্থিতির অবসান হতে চলেছে। কর্মীদের সমস্যার কথা চিন্তা করে এ বার শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বায়ো টয়লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। বুধবার ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার সন্তোষ পান্ডে এবং ডিসি (ট্রাফিক) রূপেশ কুমার শহরের কয়েকটি জায়গা ঘুরে দেখেন, কোথায় কোথায় ওই বায়ো টয়লেট বসানো সম্ভব। লালবাজার সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে পরিবেশ বান্ধব টয়লেট গোটা শহরের ৪০টি জায়গায় বসানো হবে। সেগুলি বসানো এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে একটি বেসরকারি সংস্থা। তবে এই পরিবেশ বান্ধব টয়লেটগুলো শুধুমাত্র কর্তব্যরত পুলিশকর্মীরাই ব্যবহার করতে পারবেন। ফলে ডিউটিতে থাকার সময়ে নিজের জায়গা ছেড়ে আর দূরে কোথাও যেতে হবেনা পুলিশ কর্মীদের।
পুলিশ সূত্রে খবর, প্রস্তাবিত ওই বায়ো টয়লেটের ভেতরে থাকবে কমোড, বেসিন এবং আয়না। ভেতরে থাকছে আলোর ব্যবস্থা। টয়লেটের মাথায় থাকবে ছোট জলাধার। পুরসভার পক্ষ থেকে সেখানে জল ভরে রাখা থাকবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, বায়ো টয়লেট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে একটি সংস্থা। উল্লেখ্য, শহরের বিভিন্ন বাসস্ট্যান্ডে যেখানে সুলভ শৌচালয় নেই সেখানে বায়ো টয়লেট করার সিদ্ধান্ত পুরসভা আগেই নিয়েছে। আগামী মাসের মধ্যে পুরসভার সেই টয়লেট বসানোর কথা।
লালবাজার সূত্রে খবর, কোথায় ওই বায়ো টয়লেটগুলি বসালে কর্মীদের সুবিধে হবে তা বিভিন্ন ট্রাফিক গার্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল। বেশ কয়েকজন ট্রাফিক গার্ডের তরফে বায়ো টয়লেট বসানোর জন্য প্রস্তাবিত জায়গা বেছে দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে বলে জানিয়েছে লালবাজার।