বিনোদতলা সার্বজনীনের মাতৃ আরাধনা

শারদোৎসবের সমাপ্তিতে যখন কলকাতা বাসিদের মন বিষন্ন, তখন আসন্ন জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতীতির আনন্দে মেতে উঠেছে গোটা চন্দননগর। সেখানকার পুজো কমিটিদের এখন যুদ্ধকালিন তৎপরতায় চলছে শেষ মূহুর্তের কাজ। আর চন্দননগরের এই আনন্দ উৎসবের সাক্ষি থাকতে সোখানে পৌঁছে গিয়েছিল জিয়ো বাংলা।

সঙ্গে ছিল বিনোদতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির সদস্যদের। জেনে নিলাম তাদের পুজোর বিষয়ে। এই বছর ৩৬তম বর্ষে পদার্পন করল তাদের পুজো। পুজোর বয়স ৩৫বছর হলেও, গন্ডালপাড়ার বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি হল বিনোদতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। হাওড়া থেকে মেন লাইনের ট্রেন যথা- ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ধরে নামতে হবে মানকুন্ডু স্টেশন, সেখান থেকে টোটো ধরে জ্যোতি মোড়, তেমাথা মোড় বা সিজিআর স্টপেজে নেমে গন্ডালপাড়া জুট মিলেন নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...