দুর্বল বোলিংয়ের জন্য হারল কেকেআর

টি-টয়েন্টি ফর্মাটে ২০০ রান যে কোনো দলকেই চাঁপে ফেলে দিতে পারে কিন্তু যখন বিষয় টা ধনী তখন কোনো টার্গেট চাপের নয়। এই কথাটার সত্যতা আরো একবার প্রমাণিত হল কেকেআর বনাম সিএসকের ম্যাচে। আন্দ্রে রাসেলের ৩৬ বলে  ৮৮ রানের দৌলতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০২ রানের বড়সড় টার্গেট দেয় কেকেআর। কিন্তু ২০২ রান ও যেন কম পড়েছিল চেন্নাইয়ের জন্য।১বল হাতে থাকতেই ম্যচ বার করে নেয় চেন্নাই।

কলকাতার ব্যাটসম্যানদের তরফ থেকে কোন সমস্যা না থাকলেও কলকাতার দুর্বল বোলিংয়ের জেরে ম্যাচে হেরেছে কলকাতা।একমাত্র সুনীল নারাইন ছাড়া তেমন ভাবে কেউ চমক দেখাতে পারেন নি।

কলকাতা নাইট রাইডারের পরাজিত হওয়ার আরো একটি কারণ হল স্যাম বিলিংসের ক্যাচ ফেলে দেওয়া। জীবন দান পেয়ে আরো আক্রমণাত্মক হয়ে পড়েন তিনি।বিলিংসের ২৩ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস ম্যাচ নিয়ে চলে যায় চেন্নাইয়ের পক্ষে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...