বিল- মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজকর্ম পর্যবেক্ষণ করতে ভারতে এসে ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেছেন বিল গেটস। তিনি ভারতের আধারে’র মাধ্যমে চিহ্নিতকরণ ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। ভারতের আর্থিক পরিষেবা এবং ওষুধ শিল্পের পারফরম্যান্স নিয়েও তিনি নিজের সন্তুষ্টি প্রকাশ করেন। ভারতের ডিজিট্যাল আইডেন্টিটি নিয়ে যে কাজকর্ম হচ্ছে, তারও প্রশংসা করেন তিনি। ভারতের আইটি ক্ষেত্র এবং ভ্যাক্সিনেশন কোম্পানিগুলি যথেষ্ট ভালো কাজ করছে বলেও জানান তিনি|
যদিও চারদিকে ভারতের অর্থনীতি নিয়ে যথেষ্ট কথা হচ্ছে, ভারতের বাজার অর্থনীতি একেবারে তলানিতে ঠেকে গেছে বলে গেল গেল রব উঠেছে, তার মধ্যেই কিন্তু আশার আলো দেখছেন শিল্পপতি বিল গেটস। যদিও প্রবল টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি, মন্দার বাজার রয়েছে বলে শিল্প উৎপাদন কমেছে। তা সত্বেও সামনের দশককগুলিতে এই সমস্যা থেকে নিজেকে বের করে ভারতীয় অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে চলবে বলেই মনে করেন তিনি। তিনি আরও আশা ব্যক্ত করেছেন, অর্থনৈতিক উন্নয়নের সুফল হিসেবে এদেশে দারিদ্র কমবে। সেক্ষেত্রে 'উৎসাহের সঙ্গে' স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বেশি করে লগ্নির সুযোগ হবে বলেও মনে করেন তিনি। রবিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলোই জানালেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস। তিনি এদিন বলেন, স্বল্প মেয়াদে ভারতের অর্থনীতি কোন দিকে এগোবে তা নিশ্চিত করে বলা না গেলেও এক দশক পরে যে খুব দ্রুত গতিতে এদেশের অর্থনীতি এগিয়ে যাবে সেই সম্ভাবনা রয়েছে যথেষ্ট। তার ফলে দারিদ্রের গ্রাস থেকে ভারত অবশ্যই মুক্ত হবে। পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে আরও উৎসাহের সঙ্গে সরকারি তরফে লগ্নি করার সুযোগ আসবে।