২৩টি দেশ, ২৫ হাজার কিমি পথ অতিক্রম করে 'বাইকিং কুইন্স' পৌঁছেছেন তাদের গন্তব্যে

প্রথম মহিলা দল হিসেবে মোটরবাইক চালিয়ে ব্রিটেনে পৌঁছনোর দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের তথা গুজরাটের তিন মহিলা বাইকার। পেশায় মনোবিদ সারিকা মেহতা দলটির নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন গৃহবধূ জয়নাল শাহ এবং পড়ুয়া রুতালি পটেল। ২৩টি দেশ, ২৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এ মাসের ২৬ তারিখে লন্ডন পৌঁছন তারা।

 

                      'নারীর ক্ষমতায়ন' এবং 'বেটি বাঁচাও, বেটি পড়াও' অভিযানের প্রচারের লক্ষ্যেই এই অভিযানের সিদ্ধান্ত নেয় 'বাইকার কুইন্স' গত ৫ জুন বারাণসী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে যাত্রা শুরু করেন তাঁরা। তারপর ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, লাওস, চীন, কিরঘিজস্তান, উজবেকস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, মরক্কো ঘুরে তাঁরা ব্রিটেনে পৌঁছন। ২৫,০০০ কিমি পথ পাড়ি দিয়েছেন তাঁরা ৯০ দিনে। প্রতিদিন তাঁরা প্রায় ৫০০-৬০০ কিমি পথ পাড়ি দিতেন। জুলাই মাসের ১৯ তারিখে ভোলগোগ্রাড থেকে মস্কো মোট ১০০০ কিমি পথ অতিক্রম করেছিলেন তাঁরা, জানিয়েছেন সারিকা মেহতা। 'কেটিএম ৩৯০' বাইকটি তাঁরা পছন্দ করেছিলেন তাঁদের এই জার্নির জন্য।

 

                  ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন সারিকারা ছিলেন স্পেনের বার্সিলোনায়। সারিকা আরও জানান, নারীরা অসুরক্ষিত এবং দুর্বলচিত্ত-বারবারই প্রচলিত ধারণার বিরোধিতা করেছেন তিনি। আজকের যুগে মেয়েরা যে কোনও অংশেই পিছিয়ে নেই, তা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছিলেন বলেই এই রকম একটি যাত্রার পরিকল্পনা করেন। তাঁর উপযুক্ত সঙ্গী হিসেবে পেয়েছিলেন জয়নাল এবং রুদালিকে। বিভিন্ন দেশে গিয়ে তাঁরা অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন। ব্রিটেনে বসবাসকারী প্রবাসী ভারতীয়রাও গত ২৮ আগস্ট তাঁদের সংবর্ধিত করেন। সর্দার প্যাটেল মেমোরিয়াল সোসাইটির তরফে ইন্ডিয়ান জিমখানা ক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠান যথেষ্ট সাফল্যমন্ডিত হয়। লন্ডনের ভারতীয় হাই কমিশনার রুচি গন্ধম বাইকার কুইন্সদের স্বাগত জানান। বিবিসি তাঁদের এই জার্নির অভিজ্ঞতা শুনতে চেয়ে একটি শো হোস্ট  করেছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা-এই তিনটি দেশ পাড়ি দিয়ে  ব্রিটেনে পৌঁছনোর স্বীকৃতি স্বরূপ বিশ্বের সর্বপ্রথম মহিলা গ্ৰুপ বাইকার হিসেবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস-এ 'বাইকিং কুইন্স'-এর নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এছাড়াও ব্রিটেন পার্লামেন্টের সদস্য বীরেন্দ্র শর্মা তাঁদের সম্বর্ধনা জ্ঞাপন করেন। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সম্বর্ধিত হয়ে এখন আবেগে ভাসছেন বাইকিং কুইন্স।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...