সচেতনতা বাড়ানোর শাসন, কিন্তু একটু অন্য পথে। সম্প্রতি কলকাতা পুলিশ দেখাল এমন অন্য পথে শাসনের উদাহরণ। তবে শাসন না বলে বাইক চালকের দিক থেকে এই পন্থা কে উপহার প্রাপ্তি হিসেবেও দেখা যেতে পারে। হেলমেট না পরে বাইক চালালে, জরিমানা দেওয়া বাধ্যতামূলক করেছে কলকাতা পুলিশ, এই নিয়মটা সবার জানা। কিন্তু গত সোমবার ঘটল এরই ব্যতিক্রম। হেলমেট না পরে ১০০ টাকা জরিমানার সাথে হেলমেট বিহীন চালকরা পেয়েছেন একটি করে দামি হেলমেট!
পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে একটি স্বেচ্ছা সেবী সংস্থার সাথে কলকাতা পুলিশ বিনামূল্যে হেলমেট দেওয়ার উদ্যোগ নিয়েছিল গত সোমবার। সচেতনতা সৃষ্টিই এমন প্রচারের মূল উদ্দেশ্য। উল্টোডাঙ্গা ও ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডে ৪০ টি করে হেলমেট প্রদান করেছিল স্বেচ্ছা সেবী সংস্থাটি বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। এই হেলমেটগুলির মূল্য ১২০০ থেকে ১৫০০টাকার ভিতর। যদিও অনেকেই মনে করেছিলেন বাইক চালকরা হেলমেট নেবার সুযোগ নিতে ইচ্ছে করে হেলমেট ভুলে নেমে পড়বেন রাস্তায় কিন্তু এমনটা হওয়ার কোন সুযোগই রাখেননি কলকাতা পুলিশ। জরিমানার সাথে রীতিমত যাচাই বাছাই করে, তবেই হেলমেট দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ।
সোমবার, হেলমেট দেবার জন্য একই জায়গায় অপেক্ষা করেননি পুলিশ। বিনামূল্যে হেলমেটের কথা শুনে অনেকেই হেলমেট ছাড়াই বাইক চালিয়ে আসবেন তাই রাস্তার বিভিন্ন সিগন্যালে সেদিন অপেক্ষা করছিলেন পুলিশরা। যারা ইচ্ছে করে হেলমেট ভুলেছেন, তাদের অনেকে হেলমেট তো পাননি, বরং ভুলের খেসারত দিতে জরিমানা দিয়ে বাড়ি ফিরেছেন তারা।