বিগ বি-র বিগ কাজ

অমিতাভ বচ্চনের মহানুভবতার কথা আমরা অনেকেই জানি। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সমস্যায় জর্জরিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। বেশ কিছুদিন আগে একটি সংস্থার অনুরোধে তিনি মহারাষ্ট্রের সাংলি জেলার কুন্ঠে গ্রাম দত্তক নিয়েছিলেন। সেই গ্রামের জন্য যাবতীয় খরচের ভার নিয়েছিলেন তিনি। আঙুরের জন্য বিখ্যাত গ্রামটির বাচ্চাদের পড়াশুনো, বয়স্ক মানুষদের চিকিৎসা, মহিলাদের কুটির শিল্পের ট্রেনিং এবং চাষাবাদের জন্য অর্থের সংস্থান বাবদ মোট ,০০,০০০ টাকার বাজেট বরাদ্দ হয়েছিল বিগ বি-র জন্য। তিনি তাতে রাজিও হয়ে যান। আরও অন্যান্য ফিল্ম স্টারেরাও এই ভাবে গ্রাম দত্তক নিয়েছিলেন সেই সময়ে।

   গতকাল এই রকম আরও একটি সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে দেখা গেল অমিতাভ বচ্চনকে। বিহারের ২১০০ জন কৃষকের ব্যাংক লোনের টাকা তিনি মিটিয়ে দিলেন কাল। তাঁর নিজের বাসভবন 'জনক'-এ কৃষকদের ডেকে ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা-র হাত দিয়ে তিনি ওয়ান টাইম সেটেলমেন্টের মাধ্যমে ওই কৃষকদের ঋণমুক্ত করেন।

তাদেরকে ঋণশোধের সমস্ত কাগজপত্র তুলে দেন অভিষেক ও শ্বেতাগতবছর উত্তরপ্রদেশের ১০০০ কৃষকদের ঋণশোধ করে দিয়েছিলেন তিনি।

    আজকেও নিজের বাসভবন 'জনক' থেকে পুলওয়ামায় শহীদদের পরিবারকে অর্থ সাহায্য করেন তিনি। এই ব্যাপারেও তিনি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন আজকে নিজের ব্লগে। 

  

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...