গত বছর ২৪ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন, আর যেন তাঁকে চলচ্চিত্র উৎসবের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো না হয়। কিন্তু সেই মুহূর্তেই মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, পরের বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হবে, সেখানে অমিতাভ বচ্চন ছাড়া তো উৎসবের উদ্বোধন ভাবাই যায়না।
গত বেশ কয়েক বছর ধরেই অমিতাভ বচ্চন হাজির থাকেন কলকাতা চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথি হিসেবে। সূত্রের খবর, এবারেও মুখ্যমন্ত্রীর দফতর থেকে অমিতাভকে ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অমিতাভ তাঁর সম্মতিও জানিয়ে দিয়েছেন। তাই এবারেও চলচ্চিত্র উদ্বোধনের দিন মঞ্চ ঝলমল করবে বিগ-বি-র উপস্থিতিতে। থাকার কথা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খানেরও। কিন্তু আর কে কে সেদিনের অনুষ্ঠানে আসবেন, তা এখনই বলতে নারাজ মুখ্যমন্ত্রীর দফতর।
এ বছর বিখ্যাত 'গুপী গাইন বাঘা বাইন'-ছবিটির ৫০ বছর পূর্তী। সেই ব্যাপারটিকে মাথায় রেখে ঠিক হয়েছে, এ বছর উদ্বোধনী ছবি হিসেবে এই ছবিটিই দেখানো হবে। প্রসঙ্গত, বর্তমানে নেতাজি ইনডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি যাতে সর্বজনসম্মত হতে পারে এবং যাতে আকর্ষণীয় হয়, তার ওপরেও জোর দেন মুখ্যমন্ত্রী। অতীতে দেখা গেছে, একাধিক বলিউড তারকাকে এনে গ্ল্যামারে মোড়া ঝলমলে অনুষ্ঠান করেও ছবি দেখার জন্য দর্শকদের ধরে রাখা যায়নি। তাই এখন ছবি নির্বাচনের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এ বছর মৃণাল সেন-এর রেট্রোস্পেক্টিভ-ও করা হতে পারে বলে সূত্রের খবর। উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে রাখা হতে পারে জার্মানিকে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানান, এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। পুজোর পর চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে সব বিশদে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এ বছর উৎসব ৮ নভেম্বর থেকে ১৫ নভেম্বর অব্দি চলবে।