‘বিবাহ অভিযান’ চলল বাংলাদেশে

বিবাহ অভিযান’ এবার ওপার বাংলায়। আগামী ২৬ জুলাই বাংলাদেশে রিলিজ করছে বিরসা দাশগুপ্ত পরিচালিত কমেডি ফিল্ম ‘বিবাহ অভিযান’।

এ দেশের দর্শক ভালবেসেছেন অনুপম, রাই, রজত, মায়া, মালতি, গণশা ওরফে বুলেট সিং-কে। এবার ওপার বাংলার মানুষ ছবিটিকে কতখানি ভালবাসবে তা সময় বলবে। আপাতত অপেক্ষা।

‘বিবাহ অভিযান’-এর গল্প ফেঁদেছিলেন রুদ্রনীল ঘোষ। সংলাপ এবং চিত্রনাট্যও তাঁরই লেখা। মজাদার ছবি হলেও কোথাও একটা ধাক্কা আছে। আমরা কেউই আসলে নিজের থেকে বেশি কারোকে গুরুত্ব দিই না। নিজের ভাললাগাটিকেই চাপিয়ে দিই অন্যের উপর। বিবাহ অভিযানের কথাই যদি বলি তা হলে মায়া সারাদিন মাদুলি, ঠাকুর-দেবতা আর মেগা সিরিয়ালে মজে থাকে। ওদিকে রজতের এসব ভাল লাগে না। সে স্ত্রী’কে কাছে পেতে চায়। কিন্তু সে ভাবে পায় না। এখানে তার একটা ক্ষোভ জন্ম নেয়। রাই আবার আন্দোলন, রাজনীতিতে মত্ত থাকে। অনুপম সাধারণ কর্মচারী। সে ঘরকন্নার কাজও পারে। বউকে খুশি করতে সে রান্নাবান্নাও করে। রাই যে অনুপমকে ভালবাসে না তা নয়। কিন্তু একটা দূরত্ব রয়েছে দুজনের মধ্যে। আর তাই একদিন দুই অভিন্নহৃদয় বন্ধু রজত আর অনুপম অফিস থেকে মিথ্যে কথা বলে ছুটি নিয়ে শহর থেকে পালাতে চায়। এবং পালায়। এর মাঝে ঘটে হরেক কাণ্ড। এরপর তাদের দেখা হয় ডাকাত সর্দার বুলেট সিং-এর সঙ্গে। সে আসলে ডাকাতই নয়। সে বিখ্যাত (বুলেটের কথায় ‘বিষখ্যাত’) হয়ে মালতিকে ঘরে ফিরিয়ে আনতে চায়।

মালতির সঙ্গে তাঁর বিয়েটা হয়। কিন্তু মালতি এহেন মেরুদণ্ডহীন স্বামীকে মেনে নিতে চায় না। তার নামজাদা স্বামী চাই। তা সে গুণ্ডা, চোর, স্মাগলার হলেও চলবে, যে কিনা জেলে গিয়ে সংবাদের শিরোনামে এসেছে। অবশেষে গণশা মিথ্যে ডাকাতের অভিনয় করে সংবাদের শিরোনামে আসে। মালতিও ফিরে আসে তার কাছে। ওদিকে রাই আর মায়াও নিজেদের ভাললাগাকে একটু হলেও পিছনে রাখবে এমন ভাবনা নিয়ে স্বামীদের বেঁধে ফেলতে সক্ষম হয়। সবমিলিয়ে বেশ এন্টারটেইনিং এই ছবি। এবার অন্য দেশে ক্যারিশ্মা দেখানোর পালা।

অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, পুজা সাহা, অম্বরীশ ভট্টাচার্য সকলেই যে যার জায়গায় বেশ ভাল রকমের ক্যারিশ্মা দেখিয়েছেন।

রুদ্রনীল ‘বিবাহ অভিযান’ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি কথা লেখেন-আজ থেকে ‘বিবাহ অভিযান’  শুরু! স্রেফ মজার ফিল্ম একটা! আজ তোমরাই জানাবে মেইনস্ট্রিম ফিল্ম কি শুধুই গ্রামের সম্পত্তি নাকি শহরেরও?”... আর এবার এই প্রশ্ন বাংলাদেশের কাছেও? তাঁরাও বলবেন ‘বিবাহ অভিযান’ শুধুই ভারতবাসীর দেখার মতো ছবি নাকি বাংলাদেশের মানুষদেরও ভালবাসা পাওয়ার মতো ছবি? 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...