আসল ভূতটা কে

৫ জুলাই দর্শক দরবারে আসছে হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি 'ভূতচক্র প্রাইভেট লিমিটেড' ভূতের গল্প কমেডির মোড়কে। তিন বন্ধু অমিত, নিমো আর বনি- এরা নাকি ভূত ধরে আর তাড়ায়। মোদ্দা কথা হল এক ভুজরুকির ব্যবসা ফেঁদেছে ওই তিন মক্কেল। ওদিকে অমিত ছাড়া বাকি দুজনেই ভূতে ভয় পায়। তারা নাকি আবার ভূত তাড়াবে! ওদের কাছে আছে একটি ভূতচক্র। সেটাই নাকি পাকড়াও করে ভূতদের। অমিতের ঠাকুরদাদার বাবার সময়কার সেই চক্র। ওদের ক্লায়েন্ট হয়ে আসে রঞ্জা আর তার বোন। তাদের বাড়িতে সত্যিই ভূত আছে। এবার সেই সত্যিকারের ভূত দেখে কী করবে ওই তিন মক্কেল? ট্যুইস্ট এখানেই রয়েছে গোপনে।

কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী (অমিত), বনি সেনগুপ্ত (বনি), গৌরব চক্রবর্তী (নিমাই বোস বা নিমো), শ্রাবন্তী, ঋত্বিকা সেন, কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, সুমিত সমাদ্দার, রজত গাঙ্গুলি প্রমুখ। সঙ্গীত পরিচালক অনুপম রায়। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

শ্রাবন্তীর সঙ্গে সোহমের এটি কত নম্বর ছবি তা বলা মুশকিল তবে হরনাথ চক্রবর্তীর সঙ্গে বনির এটাই প্রথম সফর। বনি জিয়ো বাংলাকে জানান- "হরনাথ কাকুর কথা বাবার মুখে অনেকবার শুনেছি। এই প্রথম কাজ আমার তাঁর সঙ্গে। দেখতে রাশভারী হলেও ভিতরটা বড্ড নরম। বেশ মজার মানুষ। অনেকদিন ধরেই বনি নামটায় কাজ করার ইচ্ছা ছিল। ইচ্ছাপূরণ করলেন হরনাথ কাকু।"

গৌরব আর বনি ভূতে ভয় না পেলেও সোহম একটু আধটু ভয় পায় বললেন নিজেই।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...