ভবানীপুর স্বাধীন সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

পুজো প্রায় এসেই গেল। শেষ লগ্নে চলে এল পুজোর প্রস্তুতির। মায়ের মূর্তিতে তুলির শেষ টান পড়তে চলেছে, প্যান্ডেলের প্রস্তুতিপর্ব প্রায় অন্তিম লগ্নে এসে পড়েছে। আর ভবানীপুর স্বাধীন সংঘ এই বছর এমন একটি বিশেষ চমক আনতে চলেছে, যা হতবাক করে দেবে সকল দর্শনার্থীদের।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত হয়েছিল ভবানীপুর স্বাধীন সংঘ। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে আড্ডা মারলেন ক্লাবের সম্পাদক সুচিত্রা মিত্র, সাংস্কৃতিক সম্পাদক পার্থ দত্ত এবং কার্যনির্বাহী সম্পাদক সুব্রত দে

দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো হিসেবে সাম্প্রতিক সময়ে উঠে এসেছে এই ভবানীপুর স্বাধীন সংঘ। এই বছর ৭১তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই ক্লাবের পুজো। আর এই বছর তাদের থিমের নাম ‘আমি’। কিন্তু এই আমি কিন্তু আমরা কেউ নেই। এই ‘আমি’তে লুকিয়ে আছে নারীর জয়গান, এই ‘আমি’তে লুকিয়ে আছে দেবীর রুপ। এই ‘আমি’ হল নারীশক্তি এবার আসা যাক ভোগের কথায়। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ভোগ প্রদান করা হবে এই ক্লাবের তরফ থেকে। কোনওদিন লুচি ভোগ, তো কোনওদিন খিচুরি ভোগ থাকবেই সকলের জন্য। ভবানীপুর স্বাধীন সংঘে আসতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রো ধরে নামতে হবে নেতাজী ভবন মেট্রো স্টেশনে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন তাদের পুজোমন্ডপে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...