ভবানীপুর দুর্গোৎসব সমিতি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

প্রায় ২১ বছর হয়ে গেল থিম পুজোর সাথে পরিচয় ঘটেছে কলকাতার। কার্যত ১৯৯৮ সাল থেকে কলকাতার প্রত্যেকটি পুজো কমিটি ধীরে ধীরে থিম পুজোয় প্রবেশ করা শুরু করে। সেই সময় হাতে গোনা কয়েকটি ক্লাব, যারা থিম পুজো শুরু করে তাদের মধ্যে একটি হল দক্ষিন কলকাতাভবানীপুর দুর্গোৎসব সমিতিজিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন সেই ক্লাবের সাধারণ সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরি, সাংস্কৃতিক সম্পাদক রাহুল মখওয়ানি ও কোষাধ্যক্ষ ইন্দ্রজিৎ দত্ত

সঞ্চালক সিঞ্চিতার সাথে তাঁদের পুজোর বিষয় জিয়ো বাংলার দর্শকে জানালাম আমরা। এইবছর ৫৪তম বর্ষে তাদের থিম “নার্সারি তে দুর্গা”। থিমের ব্যাপারে বিস্তারিত কিছু না জানা গেলেও, দর্শনার্থীদের জন্য যে  চমক রয়েছে তা আন্দাজ করা যায়। আলাদা করে কোনও শিল্পী নয় শুধুমাত্র ক্লাব সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে রুপ পাচ্ছে তাদের পূজা মন্ডপ।

মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনাতেই, দর্শকদের আগমণের সুচনা ঘটবে তাদের প্যান্ডেলে। সেই দিন থেকেই দর্শনার্থীদের সুরক্ষার্থে সদা তৎপর থাকবে ক্লাব কর্তৃপক্ষ বা পূজা কমিটির সদস্যরা। পল্লীবাসীদের জন্য পুজোর প্রত্যেকটি দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলেও, অষ্টমীর আয়োজনে সামিল হতে পারেন সকল দর্শনার্থী। তাই যদি আপনারাও চান যে অষ্টমীর আয়োজনে সামিল হতে, তাহলে দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোতে উঠে নামতে হবে নেতাজি ভবন মেট্রো স্টেশন, সেখান থেকে সরৎ বোস রোড ধরে এগিয়ে গেলেই ভবানীপুরের প্রাণ কেন্দ্র পদ্মপুকুরবকুলবাগান সংযোগ স্থলের নিকটে এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...