বাঙালি কন্যের ইংল্যান্ড জয়

মিস- ইংল্যন্ড খেতাব পেলেন এক বাঙালি কন্যে। ২৩ বছরের ভাষা মুখোপাধ্যায়। মেডিকেল ছাত্রী। বোস্টনে একটি হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে কেরিয়ার শুরু করতে চলেছেন।

FotoJet - 2019-08-03T144434.519

জন্ম ভারতেই। ন’বছর বয়সে ইংল্যন্ডবাসী হন। বর্তমানে ইংল্যান্ডের ম্যাকওয়ার্থের বাসিন্দা অত্যন্ত মেধাবী ভাষা মাতৃ ভাষা ছাড়াও অনর্গল পাঁচটি ভাষায় কথা বলতে পারেন। নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন ও সার্জারিতে ব্যাচেলার ডিগ্রি করেছেন।

মিস ইংল্যান্ড হওয়ার পর ভাষা জানিয়েছেন, ‘অনেকেই মনে করেন সৌন্দর্য প্রতিযোগিতায় যারা আসেন তাঁদের মগজে কিছু থাকে না। কিন্তু এই ধারণা ঠিক নয়। সকলেই নির্দিষ্ট লক্ষ্যে এগোয়।’

FotoJet - 2019-08-03T144539.351

 ১২ জন সুন্দরীর মধ্যে থেকে সেরা নির্বাচিত হন ভাষা।

মেডিকেল পড়ার মাঝপথে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেবেন বলে ঠিক করেন। পড়াশোনার চাপ কাটানোর জন্য। একদিকে পড়াশোনা অন্যদিকে সৌন্দর্য প্রতিযোগিতার জন্য  নিজেকে তৈরি। দুই-এর মধ্যে ব্যালেন্স করা তাঁর কাছে একটা বড় ব্যাপার ছিল বলে জানিয়েছেন ভাষা।

FotoJet - 2019-08-03T145310.273

 মিস ব্রিটেন হওয়ায় তিনি সরাসরি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। এদিন মিস ব্রিটেন এর শিরোপা পাওয়ার সঙ্গে সঙ্গে পুরস্কার হিসেবে মরিশাসে ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন।

  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...