জয়ের পথে বয়স কোনও বাধা নয়, ৯৪ বছরে সোনা জিতে দেখালেন ‘দাদি’ ভাগওয়ানি দেবী

জয়ের পথে বয়স কোনও বাধা নয়- এই কথা যে শুধুমাত্র কথার কথা নয়, কাজে করে দেখালেন হরিয়ানার ভাগওয়ানি দেবী ডাগর। এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ তাঁরই দিকে। দু’দিন হল দেশে ফিরেছেন ফিনল্যান্ড থেকে, কিন্তু এখনও স্বপ্ন ছুঁয়ে আসার ঘোর কাটেনি। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সাফল্য।

ফিনল্যান্ডের ট্যামপেরেতে বসেছিল ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্সের আসর। ৩৫ বছর এবং তার উর্ধবের প্রতিযোগীদের নিয়ে ২৯ জুন থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা। জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত। সেই আসরেই অন্যতম প্রতিযোগী ছিলেন ৯৪ বছরের ‘দাদি’ ভাগওয়ানি দেবী।  ১০০ মিটার দৌড়ে সেরা হয়ে জিতে নেন সোনার পদক। দৌড় শেষ করতে সময় নিয়েছেন ২৪.২৭ সেকেন্ড। শর্টপাটেও জিতেছেন জোড়া ব্রোঞ্জ পদক।

দাদি ভাগওয়ানি দেবীর গোটা পরিবারই ক্রীড়াকেন্দ্রিক মানসিকতার। তাঁর পৌত্র বিকাশ ডাগর আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক। নাছোড় মানসিকতার জন্য তিনিও ক্রীড়া বিশ্বে পরিচিত মুখ। রাজীব খেলরত্ন পুরস্কারে সম্মানিত বিকাশ ২০১৪ সালে টিউনেশিয়ায় গ্রাঁপিতে সোনার হ্যাট্রিক করেছিলেন। তিনিই ফিনল্যান্ড পর্যন্ত পৌঁছতে ‘দাদি’র সঙ্গী হন।

ভাগওয়ানি দেবী শুধু তাঁর নিজের দেশের মানুষের কাছেই নজির তৈরী করেননি, তিনি গোড়া ক্রীড়া দুনিয়ার কাছে আদর্শ। বার্তা দিয়েছেন, যৌবন শেষ বলে কেউ যেন না ভাবে তার খেলোয়াড় জীবনও শেষ।

এই বছরের শুরুতেই দেশের মাটিতে চেন্নাইয়ে আয়োজিত ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্সের আসরে সোনা জয়ে হ্যাট্রিক করেছিলেন তিনি। দিল্লি স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে সোনার হ্যাট্রিক! আন্তর্জাতিক আসরেও অব্যাহত সেই সাফল্যের ধারা।

সোশ্যাল মিডিয়া উচ্ছ্বসিত ‘দাদি’র এই সাফল্যে। #BhagwaniDevi এখন পপুলার ট্রেন্ড। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রক থেকেও শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়েছে।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...