BGBS 2025: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কতটা লাভবান হল রাজ্য সরকার?

গত বুধবার থেকে কলকাতার বুকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রতিবছরই রাজ্য সরকার আয়োজন করেন এই অনুষ্ঠানের। এখানে যোগ দেন দেশ-বিদেশের নানা বানিজ্য প্রতিনিধি ও শিল্পপতিরা। মূলত ভবিষ্যত্‍ বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে উত্‍সাহ তৈরি করার উদ্দ্যেশ্যেই এই সম্মেলনের আয়োজন করেন সরকার।

বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 'জিও-র গেটওয়ে হবে কলকাতা'। এই বিনিয়োগের জন্য ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়াও, সঞ্জীব গোয়েন্কা, সজ্জন জিন্দলদের মতো প্রথম সারির শিল্পপতিরা বিনিয়োগের ঘোষণা করেছেন এই অনুষ্ঠানে।

সম্মেলনে মুখ্যমন্ত্রী বাংলাকে দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বলে দাবী করেছেন। তিনি আরও জানান, আগামী দিনে পশ্চিমবঙ্গ দেশের এক নম্বর শিল্প বিনিয়োগের জায়গা হবে।

এর আগে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, বাংলায় বর্তমান সময়ে বাংলায় শিল্পস্থাপনে শিল্পপতিদের কোনও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে হবে না। ফলে অনেক শিল্পপতিরাই বাংলায় বিনিয়োগ করবে বলে মনে করছে রাজ্য সরকার।

এবিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার মুখ্যসচিবের নেতৃত্বে একটি শিল্পবিষয়ক সমন্বয় কমিটি তৈরি করছে। চলতি মাসেই এই কমিটি গঠন হবে। এটি শিল্পের সঙ্গে জড়িত দমকল, পরিবেশ-সহ সমস্ত দফতরের সঙ্গে একসঙ্গে কাজ করবে।

বৃহস্পতিবার এই অনুষ্ঠানের শেষ দিন। জানা গেছে, এদিন সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় থাকবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। দ্বিতীয়ার্ধে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিন কত বিনিয়োগ আসে রাজ্যের ঝুলিতে, এখন সেটাই দেখার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...