ক্রেডিট কার্ড ব্যবহার হইতে সাবধান

 

ডিজিটাল যুগ শুরু হওয়ার পর থেকেই ক্যাশলেস হতে শুরু করেছেন মানুষজন| টাকার বদলে মানিব্যাগে ক্রেডিট কার্ড রাখতেই অধিক স্বচ্ছন্দ বর্তমান জেনেরেশন| কিন্তু এই ক্রেডিট কার্ড ব্যবহার কতটা বিপজ্জনক হতে পারে তার খবর কি আছে আপনার কাছে? সম্প্রতি জাপানে ঘটে যাওয়া একটি ঘটনাই আপামর জনসাধারণের মনে তুলে ধরেছে একটি প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে ক্রেডিট কার্ড ব্যবহার কতটা ঝুঁকিপূর্ণ?

চলতি বছরের মার্চ মাসে জাপানে ঘটে গেছে এক অভূতপূর্ব ঘটনা| জানা গেছে,জাপানের টোকিও শহরে ১ হাজার ৩০০ জন ক্রেতার ক্রেডিট কার্ড নম্বর হস্তগত করা হয়েছে| একটি অনলাইন শপিং সাইট থেকে সেই কার্ডের নম্বর ব্যবহার করে প্রায় ২৬০০ ডলারের সামগ্রীও কেনা হয়েছে| টোকিও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানা গেছে, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে| জানা গেছে, কোটো ওয়ার্ডের একটি শপিং মলে কর্মরত এক কর্মী ইচ্ছাকৃতভাবে স্মরণে রাখতেন সমস্ত ক্রেতার ক্রেডিট কার্ড নম্বর| তার কাছ থেকে উদ্ধার হওয়া একটি নোটবুকে মিলেছে সেইসব ক্রেডিট কার্ডের নানা তথ্য| জানা গেছে, তার দোকান থেকে জিনিস কেনার সময় যারাই ব্যবহার করতেন ক্রেডিট কার্ড তাদের সকলের নম্বরই মনে রেখে দিতেন এই ব্যক্তি| পরে বিভিন্ন অনলাইন শপিং সাইট থেকে জিনিস কেনার সময় এই কার্ডের তথ্য ব্যবহার করতেন

 

পুলিশ সুত্রের খবর, যে ব্যক্তি এই কাজ করতেন তার ব্রেনটিতে অত্যন্ত সক্রিয় হয়ে কাজ করে ‘ফটোগ্রাফিক মেমরি| ফটোগ্রাফিক মেমরি হল মানুষের এমন একধরনের ক্ষমতা যেখানে একজন মানুষ কোনো একটা জিনিস মাত্র একবার দেখেই সেই জিনিসটির ছবি হুবহু মনে রাখতে পারে| এই ফটোগ্রাফিক মেমরিকেই হাতিয়ার বানিয়ে তার কাজ হাসিল করেছে এই অভিযুক্ত| পুলিশ সুত্রের খবর, অভিযুক্তকে ছয় দিনের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়| জাপানের আইন অনুযায়ী, সন্দেহজনক কোনো ব্যক্তিকে কোনো কেসের চার্জ দেওয়ার আগে ২০ দিন পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা যাবে

 

জানা গেছে, এইধরনের ঘটনা অর্থাৎ ক্রেডিট  কার্ডের তথ্য চুরির ঘটনা জাপানের আইনের কাছে নতুন কিছু নয়| জানা যায়, এর আগে জাপানেই ঘটেছিল আরও একটি রোমহর্ষক ঘটনা| সেইবার অভিযুক্তরা ফেক ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় ১৪০০ টি ক্যাশ মেশিন থেকে টাকা তোলে| মাত্র দুই ঘন্টার মধ্যে প্রায় ১৩ মিলিয়ন ডলার হস্তগত করেছিল তারা| এতো বড় একটি কেস দেখার পরেও পুলিশ জানিয়েছে, ফটোগ্রাফিক মেমরি অর্থাৎ শুধুমাত্র মগজাস্ত্র ব্যবহার করে এত বড় চুরির ঘটনা জাপানের ইতিহাসে এই প্রথম| 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...