সম্প্রতি বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য ইতিমধ্যেই কলেজগুলির ওয়েবসাইটে ভিড় জমাতে দেখা যাচ্ছে অষ্টাদশ এবং অষ্টাদশীদের। পছন্দের কলেজ তার সাথে পছন্দের বিষয় নিয়ে তাদের মধ্যে এখন উৎসাহ তুঙ্গে। প্রতিবছরেই এই সময় নাগাদ প্রতি কলেজের বাইরে দেখা যায় ছাত্রছাত্রীদের ভিড়। কিন্তু এইবছর চিত্রটা একটু আলাদা। এইবছর যেহেতু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হচ্ছে তাই কলেজের বাইরে ভিড় একটু হলেও কম রয়েছে। ফর্ম তোলা থেকে শুরু করে ভর্তি-এই সম্পূর্ণ প্রক্রিয়াই হচ্ছে কলেজের ওয়েবসাইটে। স্বশরীরে গিয়ে ফর্ম তোলার ঝামেলা আর এই বছর নেই।
অন্য সমস্ত কলেজের মতোই বেথুন কলেজেও শুরু হয়েছে অনলাইন ছাত্র ভর্তি প্রক্রিয়া। কিন্তু বেথুন কলেজ এবার তাদের ফর্মে রেখেছে সামান্য একটু পরিবর্তন। সব জায়গাতেই ফর্ম ফিল আপ করার সময় আমরা দেখতে পাই সেখানে আমাদের ধর্মের নাম উল্লেখ করতে হয়। সেখানে স্বাভাবিকভাবেই অপশন দেওয়া থাকে যে সে কোন ধর্মাবলম্বী, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সব ধর্মের উল্লেখই থাকে সেখানে। কিন্তু এশিয়ার প্রথম মহিলা কলেজ অর্থাৎ বেথুন কলেজ এই বছর যে ফর্ম তৈরী করেছে তাতে রয়েছে একটি বিশেষ ধর্মের নামও। হ্যাঁ, যে ধর্মটি সকলের ঊর্দ্ধে, সেই মানবিক ধর্মের কথাই এবার তুলে ধরা হয়েছে বেথুন কলেজের অ্যাডমিশন ফর্মে। কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছেন, কলেজে ভর্তি হতে আসা কোনো ছাত্রী যদি মানবিকতা ধর্মকে নিজের ধর্ম বলে পছন্দ করে থাকে তাহলে সে যেন সেই জায়গাতেই টিক দেয়।
বেথুন কলেজের ইউজিসি অ্যাডমিশন কমিটির সদস্য জানালেন, এটা কর্তৃপক্ষের মিলিত সিদ্ধান্ত। কোনো ছাত্রী যদি নিজের ধর্মের পাশাপাশি মানব ধর্ম কেও সমান গুরুত্ব দিতে চায় তাহলে সে যাতে সেই ধর্মের প্রকাশ করার সুযোগ পায় তার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এমনিতেই কথায় আছে, সবার উপর রয়েছে যে ধর্ম তা হলো মানবধর্ম। কলেজের তরফ থেকে অন্য ধর্মের পাশাপাশি মানবধর্মকেও অপশন হিসেবে রাখায় খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রী এবং তাদের অভিভাবকেরাও।