কথায় আছে, ‘পিরিতি কাঁঠালের আঠা, যে আঠা লাগলে পরে আর ছাড়ে না’- না, আমি এখানে পিরিতি নিয়ে কিছু বলতে চাইছিনা। বলতে চাইছি শুধুই আঠা নিয়ে। কখনো কি আপনার চুলে চুইং গাম আটকে গেছে? তাহলে আপনি ভালো বুঝবেন স্ট্রাগলটা কতটা কঠিন| আজকের এই লেখাটি আমাদের মতো সমস্ত মানুষদের জন্য যারা জীবনের কোনো না কোনো সময়ে এসে হাত পা ছুঁড়েছেন জামাকাপড় বা চুল থেকে চুইং গাম তোলার জন্য| রাস্তাঘাটে চলতে চলতে অনেকসময় আমরা নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকি| তার মধ্যে অন্যতম হলো চুলে বা জামায় চুইং গাম আটকে যাওয়া| বাড়িতে এসে সেই চুইং গাম ছাড়াতে গিয়ে অবস্থা খারাপ হয় সবার| কারণ চুইং গাম একবার চিপকে গেলে তাকে ছাড়ানো মুশকিল হয়ে পড়ে|
কিন্তু আমাদের হাতের কাছে এমন অনেক সামগ্রী থাকে যার সাহায্যে আমরা খুব সহজেই চুল বা জুতো বা জামাকাপড় থেকে চুইং গাম তুলে ফেলতে পারি| তার মধ্যে অন্যতম হল কোল্ড ড্রিঙ্কস বা কার্বনেটেড ড্রিঙ্কস| যেই অংশটিতে চুইং গাম আটকে রয়েছে সেই জায়গাটিতে খানিকটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেই স্থানটি ডুবিয়ে রাখতে হবে| কিছুক্ষণ পরে দেখবেন খুব সহজেই চুইং গামটি ছেড়ে গেছে|
Read Also : নাটোরের উন্নতির নেপথ্যে ছিলেন এই রাজবাড়ির রানি
চুইং গাম ছাড়ানোর জন্য আরও একটি জিনিস খুবই উপকার করে তা হলো বরফ| চুইং গাম আক্রান্ত জায়গার উপর একটি আইস কিউব নিয়ে ঘসতে থাকুন যতক্ষণ না চুইং গামটি ছেড়ে আসছে|
জামা থেকে চুইং গাম তোলার জন্য জামাকাপড় কাচার লিকুইড সাবান ভালো কাজ করে| একটি দাঁত মাজার ব্রাশ দিয়ে চুইং গামের উপর লিকুইড সাবানটি ঘসতে থাকুন| এবার একটি ভোঁতা ছুরি দিয়ে চুইং গামের আটকে থাকা অংশটি তুলে ফেলার চেষ্টা করুন|
জামা থেকে চুইং গাম তোলার আরেকটি সহজলভ্য উপাদান হলো ভিনিগার| জামা থেকে প্রথমে ছুরির সাহায্যে যতটা সম্ভব চুইং গাম তোলার চেষ্টা করুন| তারপর একটি পাত্রে ভিনিগার গরম করে সেই গরম ভিনিগারের মিশ্রণটি গামের উপর ঢেলে দিন| ১০ থেকে ১৫ মিনিট একভাবে রেখে তারপর গামটি টেনে তোলার চেষ্টা করুন|
জিন্সের প্যান্টে গাম লাগলে তা ছাড়ানো একটু সমস্যা হয়ে পড়ে| সেই ক্ষেত্রে শীতলীকরণ পদ্ধতি ভালো উপকার দেয়| জিন্সের প্যান্ট বা যেকোনো জিন্স কাপড়ে তৈরী পোশাকে যদি চুইং গাম আটকে যায় তাহলে সেই পোশাকটিকে বেশ কিছুক্ষনের জন্য ডিপ ফ্রিজ বা ফ্রিজারে রেখে দিন| ঠান্ডা হলে গামটি জমে যাবে তখন খুব সহজেই পোশাক থেকে উঠে আসবে|
তাই নির্বিঘ্নে রাস্তায় বের হন, কোনো কারণে যদি পোশাকে বা চুলে চুইং গাম আটকেও যায় তাহলেও চিন্তা করার কিছু নেই| হাতের কাছেই রইলো এতগুলো দারুন উপায়| নিজেরাই ব্যবহার করুন আর ফলাফল দেখুন চোখের সামনে|