‘আমার জীবনের সেরা দিন’

কয়েক দিন আগেই স্কুলে বন্ধুদের বুলিং এর শিকার হয়ে আত্মহত্যা করতে চেয়েছিল বছর সাতেকের কাডেন বেলস।

ছোট্ট কাডেন  কান্নার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। স্কুলে সহপাঠীরা তাকে বামন বলে ক্ষ্যাপায়। প্রত্যেকদিন কটুক্তির শিকার হতে হতে সে এমনই অবসাদের শিকার হয়েছিল যে বাঁচতে চায় না আর। কাডেনের মা ইয়াররাকা বেলস গত সপ্তাহে ৬ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেন।

ভিডিয়োতে দেখা গিয়েছিল একটানা কেঁদেই চলেছে ক্যামেরার সামনে। সে আর বাঁচতে চায় না।

কাডেনের কথার শেষ ওই ভিডিয়োতে  তিনি বলেন,  আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছি। আজও সে বুলিং এর শিকার হয়েছে।

শনিবার অস্ট্রেলিয়ার অল স্টার রাগবি টিমের সঙ্গে মাঠে নামে সে।  কাডেন ছিল ক্যাপ্টেনের ভূমিকায়।

কাডেনের মা জানিয়েছেন রাগবি টিমের আমন্ত্রণ পেয়ে ভীষণ খুশি কাডেন। সে জানিয়েছে এটাই তার জীবনের সেরা দিন।

ইন্ডিজেনাস অল স্টারের অধিনায়ক ল্যাট্রিল মিচেল  কাডেনের উদ্যেশ্যে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাকে টিমের  সদস্যরা আমন্ত্রণ জানায়। তারা বলে, ‘ টিম কাডেনের পাশে আছে’।

ম্যাচের দিন রাগবি দলের সদস্যদের সঙ্গে মাঠে নামার সঙ্গে সঙ্গে তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শকরা।

ন্যাশনাল রাগবি লিগে ইন্ডিজেনাস অল স্টার এর বিপক্ষে  অস্ট্রেলিয়ার  মাওরি কুইন্সল্যান্ডের ম্যাচ ছিল।  

ইয়াররাকা বেলস বলেন, ছেলের কান্নার ভিডিয়োটি তিনি পোস্ট করেছিলেন সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য।
তিনি বলেন, ‘বুলিংয়ের কারণে আমরা অনেক মানুষকে হারাচ্ছি।

বুলিং বৈষম্য তৈরি করে। বর্ণবাদকে উস্কানি দেয়।

প্রত্যেক মা–বাবার জন্য সন্তান হারানোর ব্যথা সবচেয়ে কষ্টকর। আর এটিই আমার প্রতিদিনের বাস্তবতা।’ তিনি বলেছেন, বুলিংয়ের কারণে কারও মনে আত্মহত্যার চিন্তা উঁকি দেওয়াও অবাস্তব কিছু নয়।

অনেক তারকা এগিয়ে এসেছেন কাডেনের জন্য।

অভিনেতা হিউ জ্যাকম্যান একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তিনি বলেছেন, ‘কাডেন, তুমি অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ 

  

এটা শেয়ার করতে পারো

...

Loading...