'নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স ২০১৯'- এ সেরা শিশু শিল্পীর তকমা পেল ভুতু ভাইজান। মনে আছে তাকে? কে বলুন তো? জিজ্ঞেস করাটাই বাতুলতামাত্র। 'হামি'র ভুতু ভাইজানকে ভোলা কি অত সহজ? গত বছর আমজনতার মুখে মুখে ঘুরে ফিরেছে 'হামি'র কথা। খেতাবও জুটেছে অনেক।বাকি ছিল বোধহয় এটাই। ভুতুর প্রাপ্তির মাধ্যমে আরও একটি পালক জুড়ল শিবপ্রসাদ ও নন্দিতার মুকুটে। সর্বোপরি 'হামি'র মুকুটে।
ভুতুর অভিনয় সাড়া ফেলেছিল দর্শকমনে। স্কুলের কাউন্সিলর অর্থাৎ অপরাজিতা আঢ্যর সঙ্গে তার খুনসুটি মাখা কথোপকথন দেখে একবারও মনে হয়নি ভুতু অভিনয় করছে। এ ছাড়া তার আরও সব ক্রিয়াকলাপ যেমন চিনিকে তার সিঁদুর পরিয়ে দেওয়া, তাকে হামি খাওয়া সবই উপভোগ করেছেন দর্শক। দর্শককে ওই একটি রোলেই ভরিয়ে দিয়েছে সে। এবার নিজেও হল সমৃদ্ধ। ক্লাসের ফার্স্ট - সেকেন্ড সে বোঝে। কিন্তু সম্মান কী জিনিস তা আজও জানে না সে। বোধ হওয়ার আগেই মিলল সম্মান।
স্বাভাবিকভাবেই ছেলের এই প্রাপ্তিতে বেশ খুশি ব্রতর বাবা-মা। ব্রতর মা সেঁজুতি মজুমদারকে ফোন ঘোরালে তিনি জানান-"ব্রত তো NABC 'র ব্যাপারে অত কিছু জানে না, তবে প্রাইজ পেয়েছে এটা বুঝেছে। আর প্রাইজ মানেই তো ছোটদের কাছে একটা আনন্দের ব্যাপার। এটাও ঠিক সেরকমই ওর কাছে। আমাদের যাওয়া হয়নি NABC তে। শিবপ্রসাদ দা আর নন্দিতা দি গিয়েছিলেন। ওরাই এনেছেন ব্রতর প্রাইজ। অভিভাবক হিসেবে আমরাও খুশি ছেলের এই সাফল্যে। তা তো যেকোনও বাবা-মায়েরই হয়। ও ভাল করে পড়াশুনা করুক এটাই চাই। আর অভিনয় করতে চাইলেও বাধা দেব না। তবে কোনওকিছু আমরা চাপিয়ে দেব না ওর উপরে।"